দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে সিপিএম। রবিবার কোচবিহার জেলা সিপিএম অফিসে বসে সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র এ কথা জানান। বাম নেতাদের সঙ্গে নিয়ে তিনি তুফানগঞ্জ, বক্সিরহাট, ধলুয়াবাড়ি ও ঘুঘুমারির বিভিন্ন পার্টি অফিস ঘুরে একাধিক কর্মী-সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “গত ৯ এপ্রিলের পর রাজ্যজুড়ে নজিরবিহীন আক্রমণ হয়েছে। শুধু কোচবিহারেই বামেদের ১১৫টি অফিস ভাঙচুর হয়। পরে হিসাব করে দেখা গিয়েছে সংখ্যাটা দ্বিগুনের বেশি।” সূর্যকান্তবাবু বলেন “ওরা মানুষ কে ভয় পেতে শুরু করেছে। তাই আক্রমণের রাস্তায় নেমেছে।” এদিন বক্সিরহাট ও তুফানগঞ্জ ঘুরে কোচবিহারে ফেরার সময় একদল তৃণমূল সমর্থক দলীয় ও কালো পতাকা নিয়ে মারুগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। ‘সূর্যকান্ত গো ব্যাক’ স্লোগানও দেন। তুফানগঞ্জে ঢোকার মুখেও তৃণমূল অফিসের সামনে দিল্লি কান্ডের জন্য ধিক্কার জানিয়ে সূর্যকান্তবাবুর সফরের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কর্মীরা সংযত আছেন। দিল্লি কাণ্ড আর ৩৪ বছর নিয়ে ওরা যা করেছেন, সে সব নিয়ে জনরোষের প্রতিফলন তো হতেই পারে।”
|
ভ্যানচালকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
শনিবার রাতে ইসলামপুর মিলনপল্লি এলাকায় ট্রাক পিক আপ ভ্যানের ধাক্কায় ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নাজির হুসেন(৩৬)। তিনি বিহারের পুটিয়া থানার নয়াবস্তি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার রাতে মিলনপল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি দাড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
|
রবিবার আত্রেয়ীর সদরঘাটে হেরোইন সমেত এক যুবককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। ধৃত নারায়ণ যাদবের থেকে ৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়ে বলে পুলিশ জানিয়েছে। |