ঝাড়ফুঁক করে পরিবারের সদস্যদের ক্ষতি করে দিচ্ছে, এই সন্দেহে এক ব্যক্তিকে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ফাঁসিদেওয়া থানার কুচিয়া মোড় এলাকায়। মৃতের নাম রাজেন টুডু (৬০)। রাজু টুডু নামে অভিযুক্ত যুবককে ধরেছে পুলিশ। তাদের দু’জনের বাড়ি অসমের গোসাইগাঁওয়ের হরিণচওড়া গ্রামে। তাঁরা কুচিয়া মোড়ে পাশাপাশি দু’টি চা বাগানে কাজ করতেন। সেখানেই পরিবার নিয়ে থাকতেন। যে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে যান ফাঁসিদেওয়ার বিডিও বীরূপাক্ষ মৈত্র। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “ঘটনার তদন্ত করা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ৭টা নাগাদ চা বাগানের রাস্তায় দা দিয়ে কুপিয়ে রাজেনবাবুকে রাজু খুন করে বলে অভিযোগ। এর পরেই দেহটি কুচিয়া মোড়ে ক্যানাল সংলগ্ন একটি স্থানে পুঁতে রাখে অভিযুক্ত। মৃতের একটি পা বাইরে বেরিয়েছিল। সকালে তা বাসিন্দাদের চোখে পড়ে। তাঁরা পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, রাজু পুলিশকে জানিয়েছে, কিছুদিন আগে তাঁর এক কাকা অসুস্থ হয়ে মারা যান। তাঁর স্ত্রী’র দু’বার গর্ভপাত হয়। ওই ঘটনায় রাজেনবাবুর দায়ী বলে সে তাঁকে খুন করেছে।
|
রবিবার, ছুটির দিনেও কাজ করে পুরসভার আয় বাড়ালেন পুরকর্মীরা। এ দিন শিলিগুড়ি পুর এলাকার ৫ টি বরো অফিসে নামজারির শিবির হয়। শিবিরগুলি থেকে এ দিন মোট আয় হয়েছে ৩৮ লক্ষ ৮২ হাজার ৭৭৭ টাকা। শুক্রবার থেকে এ দিন পর্যন্ত ৩ দিনের শিবির থেকে ৭১ লক্ষ ৪৭ হাজার ৬৭৫ টাকা আয় হয় পুরসভার। সব চেয়ে বেশি টাকা আয় হয় ২ নম্বর বরো থেকে। ওই বরো থেকে এ দিন আয় হয়েছে ১১ লক্ষ ৫ হাজার ৩৬৩ টাকা। শিবিরের মাধ্যমে নামজারির কাজ দ্রুততার সঙ্গে করে দেওয়ায় বাসিন্দাদের অনেককেই সহজে তা করতে পেরেছেন বলে জানান। পূর্ত বিভাগের মেয়র পারিষদ সুজয় ঘটক জানান, এ ধরনের শিবিরের মাধ্যমে পুরসভার আয় আড়ানো সম্ভব হচ্ছে। ছুটির দিনেও কাজ করার জন্য পুরকর্মীদের প্রশংসা করেছেন তিনি।
|
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী হেনস্থার প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। রবিবার বিকেলে। দিল্লিতে শিশুকন্যাকে ধর্ষণের ঘটনারও প্রতিবাদ জানায় তারা। ছিলেন সংগঠনের জলপাইগুড়ির জেলা সম্পাদক অরিন্দম ভট্টাচার্য। |