উত্তরের চিঠি
 
কলেজগুলো কি শিক্ষাঙ্গন! নাকি গুন্ডা গড়ার কারখানা?
অভিভাবক সন্তানদের কলেজে পাঠান শিক্ষা অর্জনের জন্য। কিন্তু আজকাল কোনও কলেজেই সঠিক ভাবে ক্লাস হতে দেখি না, পড়াশোনার যথার্থ পরিবেশই চোখে পড়ে না। অনেক প্রফেসর, অনেক রিসোর্স, ল্যাবরেটরি, বিশাল বিল্ডিং, গ্রাউন্ড সবই রয়েছে কলেজগুলোতে। সিনিয়র লেকচারার ও প্রফেসর বেতন পান ৫০-৭০ হাজার টাকা করে। প্রতি মাসেই সে জন্য খরচ হচ্ছে বহু লক্ষ টাকা। এই টাকাগুলো সরকারেরমানে সাধারণ মানুষদের অথবা দেশের। এ ভাবে মহার্ঘ অর্থ ব্যয়িত হওয়া সত্ত্বেও, কলেজগুলোতে পড়ার নামগন্ধ নেই বললেই চলে।
এমন পরিস্থিতির সৃষ্টি হল কেন? কলেজগুলো কি রাজনৈতিক দলের গুন্ডা তৈরি করার কারখানা? না কি সমাজ তথা দেশের কাজে লাগার মতো মানুষ তৈরির শিক্ষাক্ষেত্র?
কলেজগুলোয় নেতা যদি বানাতে হয়, তবে পড়ানো হোক স্যোশিওলজি এডুকেশন হিস্ট্রি সিভিক্স পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয়। প্রতিনিয়ত ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এত উত্তেজনা কেন? কলেজগুলোতে ছাত্র সংসদের গঠনমূলক ভূমিকা আমরা দেখতে পাই না। পার্টি নেতা, মন্ত্রীরা ছেলেমেয়েদের জীবন নিয়ে খেলছেন কেন? তারা এ বয়সে সব কিছু বুঝতে পারে না বলেই কি তাদের কাজে লাগিয়ে, বাহিনী তৈরি করে নানা পার্টির নেতারা সুদীর্ঘ কাল রাজত্ব করার লোভে এই সুন্দর জীবনগুলোতে ছড়িয়ে দিচ্ছেন হিংসার উন্মত্ততা, ধ্বংসাত্মক স্পৃহা? ফলে রাজনৈতিক সংঘর্ষে কত ছাত্রের প্রাণ অকালে হারিয়ে যায়। গত দশকগুলোয় কলেজে কলেজে কত ছাত্রের প্রাণহানি হয়েছে, তার হিসেব কি কেউ রাখে? মা-বাবা হয়েছে সন্তানহারা, সমাজে এসেছে হানাহানি, তাতে নেতা-মন্ত্রীর কী-ই বা আসে-যায়? সুন্দর পৃথিবীর প্রকৃতির আস্বাদন, জীবনের আস্বাদন থেকে বঞ্চিত বহু যুবক। আর চির দিন তাদের মা-বাবা সন্তানহারা হয়ে কোনওক্রমে সেই বেদনার আঁধারে বেঁচে থাকে নিরানন্দ পরিবারে! এই হিংসা, এই মারামারি, এই খুনোখুনি কলেজগুলোকে কেন্দ্র করে কেন? কে দেবে তার জবাব? পার্টির ফারাক বা সমাজ-পরিচালনায় নীতির ফারাক কেন নিয়ে আসবে আপন বন্ধুদের মেরে ফেলার প্রবণতা? এ প্রশ্নে উত্তর দেওয়ার মতো কেউ আছেন কি?
না, কোনও নেতা বা মন্ত্রী কোনও দিনই তা পারবেন না। তাঁরা পারবেন শুধু এক বা একাধিক পরিবারকে ধ্বংস করে দিতে, পরিবারের ছেলেমেয়েদের জীবন নষ্ট করে দিতে এবং এ ভাবে সমাজকেই ধ্বংসের মুখে ঠেলে দিতে! সমস্ত দল-নির্বিশেষেই এ কথা বলছি। পরিশেষে কর্তৃপক্ষের কাছে আর্জি, দয়া করে কলেজগুলো থেকে রাজনীতি হটান! ওগুলো শিক্ষাঙ্গন। যথোপযুক্ত ভাবে আমাদের সন্তান-সন্ততিকে শিক্ষিত করে, সমাজকল্যাণকামী করে গড়ে তুলুন। পুরোপুরি স্বাবলম্বী ও নৈতিক করে গড়ে তুলুন। কলেজ পেরিয়ে তবেই তারা রাজনীতিতে আসুক। তাতে অনেক ভাল নেতা ও মন্ত্রী তৈরি হবে। তারা সমাজকে সঠিক পথ দেখাতে সক্ষম হবে। শাসন ব্যবস্থা অনেক ভাল ভাবে পরিচালিত করতে সক্ষম হবে তারা। সমাজের অশুভ আচরণগুলোও তারাই পালটাতে সক্ষম হবে!
তাই বলতে ইচ্ছে হয় কলেজ, স্কুল, যে-কোনও শিক্ষাকেন্দ্রে রাজনীতি বন্ধ করে হে দেশনেতাগণ, শিক্ষা দান করুন! শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করুন। যুবসমাজকে যথার্থ মানুষ করে সঠিক পথের দিশা দেখান। দেশবাসী প্রাণভরে আশীর্বাদ করবেন!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.