দুই এজেন্ট গ্রেফতার, রাজ্য জুড়ে সমানে চলেছে অবরোধ-ভাঙচুর
সারদা গোষ্ঠীর বিরুদ্ধে আমানতকারী এবং এজেন্টদের যে রোষ শুক্রবার থেকে রাজ্যের নানা প্রান্তে আছড়ে পড়ছিল, রবিবারেও তা বজায় রইল পূর্ণমাত্রায়। কলকাতা থেকে প্রত্যন্ত মহকুমা সর্বত্র ক্ষোভ, ভাঙচুর, হতাশার নানা অভিব্যক্তি দেখল রাজ্য।
সকালে যশোহর রোডে আড়াই নম্বর গেটের কাছে অবরোধ করে বিক্ষোভ দেখান সারদা গোষ্ঠীর এয়ারপোর্ট শাখার শ’পাঁচেক এজেন্ট। গনগনে রোদের মধ্যে রাস্তায় বসে পড়েন অনেকে। কারও হাতে প্ল্যাকার্ড, কেউ কান্নায় ভেঙে পড়েছেন। কেউ বাড়ি ফিরতে পারছেন না কয়েক দিন ধরে। কেউ আবার বাড়িতে ঢুকলেই খুনের হুমকি পাচ্ছেন। অধিকাংশ এজেন্টের একটাই কথা তাঁরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। এই অবস্থা বেশি দিন চললে আত্মঘাতী হওয়া ছাড়া উপায় নেই। পুলিশের সঙ্গে এলাকার কয়েক জন তৃণমূল কর্মী অবরোধ তুলতে গেলে এজেন্টদের সঙ্গে ধস্তাধস্তি বাধে। এয়ারপোর্ট থানায় এজেন্টরা সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন এবং ওই গোষ্ঠীর সঙ্গে জড়িত এক তৃণমূল সাংসদের নামে লিখিত অভিযোগ দায়ের করে তাঁদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপিও দেন। সন্ধ্যায় সোনারপুর সেতুর কাছে ওই গোষ্ঠীর একটি অফিসে ভাঙচুর চালানো হয়।
একই ছবি জেলাগুলিতেও। রবিবার শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গি এলাকায় আজ সারদা গোষ্ঠীর এক এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শতাধিক আমানতকারী এ দিন সকালে উদয় চৌধুরী নামে ওই এজেন্টের বাড়িতে ভিড় করেন। এর পরে জমানো টাকা ফেরত চেয়ে তাঁকে মারধরের চেষ্টা হয় বলে অভিযোগ। বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। প্রতিবেশীরা উদয়বাবুকে উদ্ধার করেন। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
এ দিন সকালে মেচেদা বাজারের শান্তিপুর এলাকায় সারদা গোষ্ঠীর বন্ধ অফিসের সামনে বিক্ষোভ দেখান এজেন্ট ও গ্রাহকরা। বিক্ষোভে নেতৃত্ব দেন সংস্থারই কর্মী শান্তিপুর গ্রামের যুবক মহম্মদ শাহজাদা। তিনি বলেন, “আমি সংস্থার অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে ৮০ জন এজেন্টের মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা জমা দিয়েছিলাম। পরশু থেকে সংস্থার প্রধান অফিস বন্ধ। চরম উদ্বেগে পড়েছি। গ্রাহকদের টাকা ফেরত দেব কী ভাবে বুঝতে পারছি না। আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।” উদ্বিগ্ন গ্রাহকদের মধ্যে কাঁকাটিয়ার যুবক অনুপ পাত্র বলেন, “দেড় বছর ধরে প্রতি মাসে দেড় হাজার টাকা করে জমা দিচ্ছিলাম। ছ’মাস পরেই টাকা ফেরত পাওয়ার কথা ছিল। সংস্থা যে বন্ধ হয়ে যাবে, ভাবতে পারিনি।”

সোনারপুরে সারদা গোষ্ঠীর অফিসে ভাঙচুর। রবিবার। —নিজস্ব চিত্র
কাঁথি শহরের বাইপাস রাস্তার ধারে সারদা গোষ্ঠীর ১৯ তলার একটি আবাসন হওয়ার কথা। শনিবার সেখানে কয়েকশো জনতা হামলা চালায়। পাঁচিল ঘেরা কয়েক একর জমির মধ্যে আবাসন তৈরির কোনও চিহ্ন অবশ্য নেই। শুধু একটি টিনের চালাঘর, বেশ কয়েকটি মাটি কাটার যন্ত্র, বয়লার, ট্রাক্টর, লরি, সিমেন্টের বস্তা ও যন্ত্রপাতি ছিল। উত্তেজিত জনতা তাই লুঠপাট করতে থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে বেশ কিছু লুঠ হওয়া জিনিস উদ্ধার করে। ওই আবাসন প্রকল্পের ঠিকাদার শম্ভুনাথ দাস সারদা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণা এবং কেয়ারটেকার দুলাল চন্দ দীর্ঘ দিন ধরে বেতন পাননি বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই দিন শহরের শেরপুর বাইপাসের ধারে সারদা রিয়েলটির অফিসে হামলা চালানোরও চেষ্টা হয়। সারদা গোষ্ঠীর কাঁথি শাখার আধিকারিক অনিল হোতার বাড়ির সামনেও বিক্ষোভ দেখান আমানতকারীরা। যদিও অনিল হোতা-সহ সারদার বহু অফিসকর্মী, এজেন্ট গা ঢাকা দিয়েছেন। অফিসগুলিতে পুলিশ পাহারা দিচ্ছে।
আমানতকারীদের টাকা আত্মসাতের অভিযোগে বর্ধমান শহরের বাসিন্দা মাধব দাস ও জয়ন্ত চৌধুরী নামে সারদা গোষ্ঠীর দুই এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় হিরাগাছি গ্রামে আমানতকারীদের সঙ্গে কথা বলতে যান ওই দু’জন। অভিযোগ, তাঁরা আমানতাকারীদের কাছে দাবি করেন, তাঁদের সংস্থা সম্পর্কে মিথ্যা প্রচার হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। কোনও আশঙ্কায় না ভুগে আমানতকারীদের টাকা গচ্ছিত করে যাওয়ার কথা বলেন তাঁরা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তাঁদের বচসা বাধে। বাসিন্দারা তাঁদের আটকে রাখেন। পুলিশ যায়। হিরাগাছি গ্রামের এক বাসিন্দা ওই দু’জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করলে তাঁদের গ্রেফতার করা হয়। জেলার পুলিশ সুপার মহম্মদ হোসেন মির্জা বলেন, “বিচারক ওঁদের ১০ দিন পুলিশ হাজতে পাঠিয়েছেন।”
শনিবার রাত পৌনে ১১টা নাগাদ সাঁইথিয়ায় সারদা গোষ্ঠীর একটি কার্যালয়ে ভাঙচুর চালান গ্রাহক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। সাঁইথিয়ার শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয় লাগোয়া এলাকার এক বাসিন্দার বাড়িতে প্রায় মাস পনেরো আগে ওই অফিসটি চালু হয়। রবিবার সংস্থার স্থানীয় এজেন্টরা জানিয়েছেন, তাঁরা প্রায় ২৫০ জন ওই দফতরের সঙ্গে যুক্ত। গ্রাহকের সংখ্যা প্রায় ২,৫০০। মাসে ১৫ লক্ষ টাকারও বেশি লেনদেন হত বলে এজেন্টদের দাবি। এ দিন পুরুলিয়া শহরে কিছু গ্রাহক সারদার এক এজেন্টকে ঘিরে টাকা দাবি করেন। এ নিয়ে বচসাও বাধে। বসিরহাট থানায় গিয়ে পুলিশের কাছে নিরাপত্তা চান ওই গোষ্ঠীর শতাধিক এজেন্ট।
ধুবুরিতে বন্ধ হয়ে যায় সারদা গোষ্ঠীর আর্থিক প্রতিষ্ঠান ‘সারদা রিয়েলটি ইন্ডিয়া লিমিটেড’-এর কার্যালয়। অফিস সূত্রের খবর, এ বছর ৩১ মার্চ পর্যন্ত সারদা গোষ্ঠীর ওই আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩ কোটি টাকা গ্রাহকদের পাওনা রয়েছে। এপ্রিল মাস শেষ হলে তা দাঁড়াবে প্রায় ২৩ কোটি টাকায়। জেলার গৌরীপুর থানা এলাকার মিনা শাহ এবং রাজু শাহ নামের দুই গ্রাহক সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে ধুবুরি ধানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.