জমির দখল নিয়ে সংঘর্ষ, আহত ছয় |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জমির দখল নিয়ে এক ব্যবসায়ীর লোকজনদের সঙ্গে সংঘর্ষ বাধল গ্রামবাসীর। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার রাধামনি বাজারের কাছে রবিবার ঘটনাটি ঘটে। এর জেরে সকাল থেকে দুপুর পর্যন্ত
তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে বাস চলাচল বন্ধ থাকে। উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। চার জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নির্মাণের কাজের জন্য রাধামনি বাজারের কাছে তমলুক-পাঁশকুড়া সড়কের ধারে ভগবানপুরের এক ব্যবসায়ী জমি কেনেন। |
|
গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে লাঠি পুলিশের। |
সেখানে জমির দখল নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যবসায়ী নির্মাণ কাজের সময় সংলগ্ন খাস জমি দখলের চেষ্টা করেছিলেন। তাতে বাধা দিলে তিনি গ্রামবাসীদের হুমকি দেন। এই নিয়ে গ্রামবাসীদের তরফে তমলুক থানায় অভিযোগও জানানো হয়। রবিবার দু’টি গাড়িতে করে দুষ্কৃতীদের নিয়ে এসে জোর করে ফের ওই জমিতে নির্মাণ শুরু করেন ব্যবসায়ী। স্থানীয়রা বাধা দিলে তাঁদের মারধর করে বহিরাগতরা। |
|
রাধামনি বাজারের কাছে সংঘর্ষে পুড়ল গাড়ি |
এতে তিন গ্রামবাসী আহত হলে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আশপাশের গ্রামের বাসিন্দারা জড়ো হয়ে ওই দুষ্কৃতীদের ঘেরাও করে ফেলেন। দুষ্কৃতীরা জমি লাগোয়া একটি বাড়িতে আশ্রয় নিয়ে গ্রামবাসীদের লক্ষ করে ইট, পাটকেল ছুড়তে থাকে। এতে উত্তেজনা বাড়ে। ক্ষুদ্ধ গ্রামবাসীরা এরপর দুষ্কৃতীদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অন্য গাড়িটি ভাঙচুর করে।
খবর পেয়ে জেলা পুলিশের পদস্থ আধিকারিক-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। গ্রামবাসীদের সরিয়ে পুলিশ দুষ্কৃতীদের নিয়ে আসার চেষ্টা করলে গ্রামবাসীরা তাতে বাধা দেয়। এই সময় বহিরাগত তিন জন আহত হয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। |
ছবি: পার্থপ্রতিম দাস।
|
|