২.২ সেকেন্ড!
ঘড়ির কাঁটা সামনে রেখে দেখলে, ভাল করে পলক ফেলার সময়টুকুও বোধহয় পাওয়া যাবে না। অথচ ক্ষণিকের এই ব্যবধানেই পোডিয়ামের স্বপ্ন চুরমার হল ফোর্স ইন্ডিয়া আর পল ডি রেস্টার। রুদ্ধশ্বাস ওভারটেকিংয়ে ভরপুর রেসের শেষে বাহরিনের পোডিয়ামে গোলাপজলের ফোয়ারা ছুটিয়ে সেবাস্তিয়ান ভেটেল, কিমি রাইকোনেন আর রোমেইন গ্রসজঁর বিজয়োৎসব দূরে দাঁড়িয়েই দেখতে হল সহারা ফোর্স ইন্ডিয়ার স্কটিশ তারকাকে। যিনি এ দিন রেসের মাত্র ছ’লাপ বাকি থাকতে তৃতীয় স্থান হাতছাড়া করে বসলেন পিছন থেকে তেড়ে আসা ড্র্যাগ রিডাকশন সিস্টেমে বলীয়াণ লোটাসের গ্রসজঁর কাছে। দু’জনের মধ্যে ওই ২.২ সেকেন্ডের ব্যবধানটা আর মুছল না। ফোর্স ইন্ডিায় প্রধান বিজয় মাল্যও টুইটারে স্বীকার করে নিলেন, ওটাই দু’জনের ফারাক গড়ে দিল এ দিন।
গত বছর সিঙ্গাপুরে চতুর্থ হয়েছিলেন পল। সেটাই ছিল তাঁর এবং ফোর্স ইন্ডিয়ার এ যাবত সেরা ফল। সেই সাফল্য এ দিন আবার ছুঁলেও দিনের শেষে হতাশ শুনিয়েছে চালককে। কিন্তু মাল্যকে বেশি তৃপ্তি দিচ্ছে ‘দৈত্য’দের সঙ্গে যুদ্ধ জেতাটা। উচ্ছ্বসিত বলেছেন, “সহারা ফোর্স ইন্ডিয়ার জন্য সেরা খবর হল এখানে আমরা মার্সিডিজ, ফেরারি, ম্যাকলারেনকে হারিয়েছি!”
এ দিকে, ঠিক গত বছরের মতোই এ বারও বাহরিনে এক দুই তিন যথাক্রমে ভেটেল, রাইকোনেন এবং গ্রসজঁ। ফর্মুলা ওয়ানে নিজের আঠাশতম রেস জিতে কিংবদন্তি স্যর জ্যাকি স্টুয়ার্টকে পেরিয়ে সবকার্লের রেসজয়ীদের তালিকায় ছয়ে চলে এলে ভেটেল। অন্য দিকে, রেসের শুরুতেই ডিআরএস বিপর্যয় ঘটে যাওয়া সত্ত্বেও আটে শেষ করে পয়েন্ট তালিকায় রইলেন ফের্নান্দো আলোনসো। |