টুকরো খবর
মন্টে কার্লো জোকারের

জয়ের উচ্ছ্বাস। চ্যাম্পিয়ন হওয়ার পরে জকোভিচ। ছবি: এএফপি
মন্টে কার্লোয় নাদাল-রাজ শেষ। গত আট বারের চ্যাম্পিয়নকে ফাইনালে ৬-২, ৭-৬ (৭-১) হারিয়ে প্রথম বার মন্টে কার্লো ক্লে কোর্ট মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। যাঁর বসবাস এ শহরেই। যদিও এই টুর্নামেন্টে নাদাল ২০০৩-এ গুলেরমো কোরিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারার পর (’০৪-এ খেলেননি) রবিবারই প্রথম হারের স্বাদ পেলেন। টানা ৪৬ ম্যাচ পরে। কোনও এটিপি টুর্নামেন্ট টানা আট বার জেতারও নজির শুধু নাদালেরই ছিল। টেনিসের ‘জোকার’-এর তাই এই খেতাব জয়ের বাড়তি তাৎপর্য। গত বার দাদুর মৃত্যুর খবর পেয়েও এই মাস্টার্সটা খেলে ফাইনালে নাদালের কাছেই হারেন। এ বার গোড়ালির চোটে খেলবেন কি না, প্রথম ম্যাচে নামার দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। গত ফরাসি ওপেন ফাইনালের পর দুই টেনিস মহারথীর এটাই ছিল প্রথম সাক্ষাৎ। যেটা জিতে জকোভিচ জোড়া শোধ তুললেন। নাদাল ৭ মাস বিশ্রাম শেষে সার্কিটে ফিরে ফেডেরারকে হারিয়ে স্বমূর্তির প্রমাণ দিয়েছিলেন ইন্ডিয়ানওয়েলসে। কিন্তু নিজের প্রিয় ক্লে কোর্টেও বিশ্বসেরার চ্যালেঞ্জ সামলানোর মতো ফর্ম নাদাল এখনও ফিরে পাননি।

আজ জিতলে ইপিএল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
টটেনহ্যামের কাছে রবিবার ম্যাঞ্চেস্টার সিটি-র অপ্রত্যাশিত ১-৩ হারের ফলে সোমবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলা-র বিরুদ্ধে জিতলেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। ম্যান সিটির নাসরির ৫ মিনিটের গোলে টটেনহ্যাম ৭৫ মিনিট পর্যন্ত ০-১ পিছিয়ে থাকার পর, ৭ মিনিটে তিন গোল করে আলোড়ন ফেলে দেয়। গোল করেন ডেম্পসি, ডেফো ও গ্যারেথ বেল। ৩৩টি করে ম্যাচ খেলে ম্যান ইউ এবং ম্যান সিটির পয়েন্ট যথাক্রমে ৮১ ও ৬৮। বাকি ৫টি করে ম্যাচ। কিন্তু শীর্ষে থাকা ফার্গুসনের ম্যাঞ্চেস্টার সোমবার জিতে ৮৪ পয়েন্টে পৌঁছলে দ্বিতীয় স্থানে থাকা মানচিনির ম্যাঞ্চেস্টারের পক্ষে সেখানে পৌঁছনো সম্ভব নয়। বাকি সব ম্যাচ জিতলেও সর্বাধিক ৮৩ পয়েন্ট হবে ম্যান সিটি-র। রবিবার অন্য ম্যাচে চেলসি-লিভারপুল ২-২ ড্র হওয়ার পাশাপাশি কলঙ্কিত হয়ে থাকল লুই সুয়ারেজের জন্য। ম্যাচে শেষে চেলসির ব্র্যানিস্লাভ ইভানোভিচকে কামড়ে বিতর্ক বাড়িয়েছেন তিনি।

লন্ডন ম্যারাথনের আসর
নির্ধারিত দিনেই বসল লন্ডন ম্যারাথনের আসর। সোমবার বস্টন বিস্ফোরণ কেড়ে নিয়েছিল তিন জনের প্রাণ। আহত হন ১৮০ জন। বস্টন বিস্ফোরণের পরেই লন্ডন ম্যারাথনের আয়োজকেরা জানিয়ে দেন, তাঁদের সময়সূচীর কোনও পরিবর্তন হবে না। রবিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপেই অনুষ্ঠিত হল বিশ্বের সবচেয়ে বড় ম্যারাথন। দৌড় শুরুর আগে বস্টনে নিহত ও আহতদের উদ্দেশে এক মিনিটের নীরবতা পালন করেন প্রতিযোগীরা।

লা লিগার আরও কাছে বার্সা
স্প্যানিশ লিগ খেতাবের দিকে আরও এগোল বার্সেলোনা। ফাব্রেগাসের গোলে শনিবার রাতে লেভান্তেকে ১-০ হারাল মেসিহীন বার্সা। আর দুটো ম্যাচ জিতলেই খেতাব জিতবে বার্সা। মঙ্গলবার বায়ার্ন মিউনিখের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের স্কোয়াডে মেসিকে রাখলেও লেভান্তের বিরুদ্ধে তাঁকে নামাননি টিটো ভিলানোভা। অন্য দিকে, মেসুট ওজিলের জোড়া গোলে রিয়াল বেটিসকে ৩-১ হারায় রিয়াল মাদ্রিদ।

খোখোতে সেরা
সারা বাংলা আমন্ত্রণমূলক খো খো প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হল শিলিগুড়ি। রবিবার ফাঁসিদেওয়া হাই স্কুলের মাঠে তারা ফাইনালে হুগলিকে ১৮-১৫ পয়েন্টে হারিয়ে দিয়েছে। মহিলা বিভাগে শিলিগুড়ি সেমিফাইনালে মুর্শিদাবাদের কাছে হেরে ছিটকে গিয়েছে। ফাইনালে জিতেছে হুগলি।

অন্য খেলায়
নবারুণ সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষে আয়োজিত পদ্মশ্রী শৈলেন মান্না স্মৃতি চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। রবিবার ফাইনালে ২-০ গোলে তারা হারায় মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.