দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার সম্ভবত অবসান ঘটতে চলেছে। বড় কোনও অঘটন না ঘটলে পরের বছরের আই লিগে মহমেডানের খেলা এখন শুধু সময়ের অপেক্ষা।
রবিবার বেঙ্গালুরুতে মুম্বই টাইগার্সকে ২-০ হারিয়ে আই লিগের চূড়ান্ত পর্বের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল সঞ্জয় সেনের ছেলেরা। এ দিন শুরুতে একটু নড়বড়ে দেখালেও বিরতির পরে তেড়েফুঁড়ে ওঠে সাদা-কালো জার্সিধারীরা। ৭৫ মিনিটে প্রথম গোল জেরির কর্নার থেকে চার্লসের। আর ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে তিন পয়েন্ট নিশ্চিত করেন অ্যালফ্রেড। ফুলচাঁদের ক্রস থেকে গোল করতে ভুল করেননি মহমেডানের এই নাইজিরীয় স্ট্রাইকার। ম্যাচের পর মহমেডান কোচ সঞ্জয় সেন বলেন, “এখনও তিন পয়েন্ট দরকার। খেলা বাকি ভবানীপুর এবং রাংদাজায়িদের সঙ্গে। দুটো টিমই শক্তিশালী।” সঞ্জয় তিন পয়েন্টের দিকে চোখ রাখলেও লিগ টেবল অনুযায়ী, পরের ম্যাচে ভবানীপুরের সঙ্গে ড্র করলেই ফের আই লিগে দেখা যাবে মহমেডানকে।
সাত বছরের শাপমুক্তি ঘটাতে পারলে সঞ্জয়কেই কোচ হিসাবে রেখে পরবর্তী মরসুমের জন্য দল গোছাতে চাইছেন মহমেডান কর্তারা। ক্লাব সভাপতি সুলতান আহমেদ বলছেন, “সঞ্জয়কে কোচ হিসাবে ধরেই আগামী মরসুমে দল গড়ার চিন্তাভাবনা করছি আমরা। পরবর্তী দু’ম্যাচের পরেই এ নিয়ে বৈঠক হবে।”
প্রসঙ্গত তিন মাসের চুক্তিতে মহমেডানের দায়িত্ব নিয়েছিলেন সঞ্জয় সেন। দ্বিতীয় ডিভিসন আই লিগে সঞ্জয়ের প্রশিক্ষণে দলের এই সাফল্যের পর তাঁকে ধরে রাখার ব্যাপারেই মনঃস্থির করেছেন কর্তারা। যদিও সঞ্জয় বলছেন, “ক্লাব থেকে এখনও কোনও ইঙ্গিত পাইনি। তবে আগামী মরসুমের জন্য ফুটবলারদের প্রাথমিক তালিকা তৈরি করে রেখেছি।” |