জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি বাইসনকে পিটিয়ে, গলা কেটে মারার ঘটনা ঘটেছে ধুবুরির কাইমাটিতে। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ধুবুরি জেলার গোলকগঞ্জ থানার কাইমমাটি গ্রামে ঘটনাটি ঘটেছে। এ দিন সকালে বাইসনটি গ্রামে ঢুকে পড়লে, ৪ গ্রামবাসী বাইসনের গুঁতোয় জখম হন। খাবারের খোঁজে বাইসনটি জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে। জখম গ্রামবাসীদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বাইসনের আতঙ্কে আশপাশ গ্রাম থেকেও বাসিন্দারা তরোয়াল, কুড়োল সহ ধারালো অস্ত্র নিয়ে জড়ো হয়। ধারালো অস্ত্র গিয়ে বাইসনটির গলায় কোপ বসানো হয় বলে বন দফতর দানিয়েছে। মৃত বাইসনটি প্রায় ৬ ফুট লম্বা বলে জানা গিয়েছে। অন্য দিকে, বাইসনের গুঁতোয় আহতদের ধুবুরি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইসনটি ভুটানের জঙ্গল থেকে দল ছুট হয়ে সঙ্কোশ নদী পাড় হয়ে ওই গ্রামে ঢুকে পড়ে বলে জানানো হয়। গ্রামে ঢুকেই বাইসনটি দৌড়োতে শুরু করে বলে জানা গিয়েছে। বাইসনটির গুঁতোয় তিন জন গ্রামবাসী জখম হতেই শতাধিক জনতা লাঠি, ধারালো অস্ত্র নিয়ে বাইসনটির ওপর চড়াও হয়। বাইসনটিকে দেখেই গ্রামবাসীরা বন বিভাগ, পুলিশে খবর দিলেও বন কর্মীদের আসতে দেরি হয়। ততক্ষণে বাইসন মারা যায় বলে জানা গিয়েছে। ধুবুরির বনাধিকারিক মহিবুল আহমেদ বলেন, “ভুটান জঙ্গল থেকে বাইসনটি গ্রামে ঢুকে পড়েছিল। তবে এ ভাবে মারা ঠিক হয়নি। এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।” |