জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের অদূরে সাউন্ড বক্স বাজিয়ে সভা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুরে পুরুলিয়া মফস্সল থানার বোঙাবাড়ির ঘটনা। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ক্ষোভ, “পরীক্ষা শেষ হওয়ার আগেই তারস্বরে সাউন্ড বক্স বাজিয়ে সভা করল তৃণমূল। আমাদের অসুবিধার কথা একবারও ভাবল না!” |
তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, “কলেজ থেকে বেশ দূরেই, পরীক্ষা শেষের পরে আমরা সভা করি।” তবে পুরুলিয়া মফস্সল থানা সূত্রে খবর, দুপুর সাড়ে তিনটায় সাউন্ড বক্স বাজানো শুরু হলে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়। পরে ফের সাউন্ড বক্স বাজানো হয়। প্রশাসন কেন তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও পুরুলিয়া সদরের মহকুমাশাসক সৌম্যজিৎ দেবনাথ বলেন, “আমার কাছে এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।” প্রসঙ্গত, গত সোমবারই বোঙাবাড়িতে দলীয় কার্যালয়ের অদূরেই অনুষ্ঠান করে একটি পৃথক বিধানসভা কমিটির কার্যালয়ে উদ্বোধন করেছিলেন পুরুলিয়ার বিধায়ক কেপি সিংহ দেও। এ দিন বিধায়কের পাল্টা গোষ্ঠী কার্যত নিজেদের শক্তি দেখাতেই সভা করে বলে দল সূত্রের খবর। |