কালবৈশাখী, পূর্বস্থলীতে ভাঙল বাড়ি
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
কালবৈশাখীতে ঘর-বাড়ি ভাঙল পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এলাকায় অল্পক্ষণের জন্য ঝড়-বৃষ্টি হয়। সর্দারপাড়া, হরিপুর আদিবাসীপাড়া, হরিসভাপাড়া, কচুয়া-সহ কয়েকটি এলাকায় মাটি এবং দরমার বহু বাড়ি নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় মাঠের পাকা ধানের। বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়। পঞ্চায়েত প্রধান প্রণব রায়চৌধুরি বলেন, “ঝড়ে প্রায় ৪০টি বাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের কীভাবে সাহায্য করা হবে তা নিয়ে আলোচনা চলছে।”
|
শিক্ষিকার বাড়িতে চুরি
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
তালা ভেঙে এক শিক্ষিকার বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে পাঠাল দুষ্কৃতীরা। শুক্রবার পূর্বস্থলীর সমুদ্রগড়ের নিমতলা বাজার এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা জালাহাটি জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষিকা মায়া হাজরা দেবনাথ শনিবার পুলিশকে জানান, শুক্রবার দুপুরে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে এক আত্মীয়ের বাড়ি একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি ও তাঁর পরিবারের লোক জন। ঘণ্টা দেড়েক পরে বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা। আলমরি তছনছ করা হয়েছে। নগর টাকা,অনেক সোনা ও অন্যান্য মূল্যবান গয়না খোয়া গিয়েছে।
|
কালনার স্কুলে নতুন শ্রেণিকক্ষ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
একটি নতুন শ্রেণিকক্ষ ও প্রধান শিক্ষকের বসার ঘরের উদ্বোধন হল শনিবার কালনার সুবর্ণনগর জিএসএফপি বিদ্যালয়ে। সর্বশিক্ষা দফতরের তরফে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে। নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ। উপস্থিত ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, অবর বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়। |