ফের শনিবার থেকে উৎপাদন চালু হল হাওড়ার সাঁকরাইলের প্লাস্টিকের জলের বোতল তৈরির কারখানায়। ঠিকা শ্রমিকদের বিক্ষোভের জেরে গত বৃহস্পতিবার থেকে এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষের তরফে প্রদীপ সুরেকা বলেন, “শনিবার কারখানার সামনে কোনও বিক্ষোভ হয়নি। ফলে, আমরা উৎপাদন চালু করতে পেরেছি। মন্ত্রীর উদ্যোগেই এটা সম্ভব হল।”
বৃহস্পতিবার থেকে বিক্ষোভের খবর জানাজানি হতেই জেলার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায় পুলিশকে বিক্ষোভ হঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শুক্রবার বিকেলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। নিজেদের আইএনটিটিইউসি-র সমর্থক দাবি করে কারখানা চত্বর ছেয়ে ফেলা হয়েছিল তৃণমূলের দলীয় পতাকায়। পুলিশ সেই সব পতাকাও সরিয়ে দেয়।
ওই কারখানার শ্রমিকদের জোগান দেয় একটি ঠিকাসংস্থা। গত সোমবার ৩৬ জন শ্রমিকের মধ্যে ন’জন গরহাজির থাকেন। ফলে, কারখানা চালাতে তাঁদের সমস্যা হয় বলে কর্তৃপক্ষ জানান। এর পরেই, তাঁরা সিদ্ধান্ত নেন একটি ঠিকাসংস্থার উপরে সব শ্রমিক জোগানের দায়িত্ব দেবেন না। নতুন ঠিকাসংস্থা নিয়োগ করেন তাঁরা। বৃহস্পতিবার সেই ঠিকাসংস্থার ন’জন শ্রমিক কাজে যোগ দিতে আসেন। ফলে, পুরনো ন’জন শ্রমিক বাদ পড়ে যান। কাউকে বাদ দেওয়া যাবে না এই দাবিতে পুরনো ঠিকাসংস্থার জোগান দেওয়া ৩৬ জন শ্রমিক বিক্ষোভ দেখাতে শুরু করেন। শনিবার প্রদীপবাবু বলেন, “নতুন ঠিকাসংস্থার জোগান দেওয়া শ্রমিকেরাই এ দিন থেকে কাজ করছেন। কোনও সমস্যা হয়নি।” কৃষি বিপণনমন্ত্রী বলেন, “দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলতেই পারে। কিন্তু সব আলোচনাই করতে হবে উৎপাদন চালু রেখে। উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ আন্দোলন বরদাস্ত করা হবে না। তা যে দল বা সংগঠনের ব্যানারেই হোক না কেন।” |