টুকরো খবর
খুনে অভিযুক্ত বোনপো
ঘরের মধ্যে বচসার সময়ে এক প্রৌঢ়াকে কাস্তে দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর বোনপোর বিরুদ্ধে। শুক্রবার রাতে বাগনানের মানপুর এলাকার ঘটনা। নিহতের নাম মালতি রুইদাস (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধবা ওই মহিলা বাপেরবাড়িতেই থাকতেন। ওই রাতে তাঁর বোনপো, বছর উনিশের সুরজিৎ রুইদাস ঝগড়ার সময়ে তাঁর গলায় কাস্তে দিয়ে কোপ বসিয়ে দেন বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আহত হন সুরজিতের দাদা অভিজিৎ এবং বোন মালতী রুইদাস। ঘটনাস্থলেই মালতীদেবীর মৃত্যু হয়। সুরজিতের বাবা নিমাইবাবু ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। খোঁজ চলছে।

হাড়োয়ায় ধৃত দুই সিপিএম নেতা
বৃহস্পতিবার হাড়োয়ার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় দুই সিপিএম নেতাকে শুক্রবার রাতে ধরল পুলিশ। ধৃতদের নাম দীনবন্ধু সর্দার ও পুর্ণেন্দু সর্দার বলে জানিয়েছে পুলিশ। দীনবন্ধুবাবু কৃষকসভার জেলা সম্পাদকমণ্ডলী ও মিনাখাঁ জোনাল কমিটির সদস্য। তাদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। দীনবন্ধুবাবুর বাড়ি হাড়োয়ার মোহনপুরের রামজয়ঘেরি এলাকায়। পূর্ণেন্দুবাবুর বাড়ি স্থানীয় কামারগাঁথি গ্রামে। যদিও এই গ্রেফতার ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই নিয়ে হাড়োয়ার সংঘর্ষের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হল।

প্রৌঢ় খুন, ধৃত স্ত্রী
সম্পত্তির লোভে স্বামীকে খুনের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হল। শনিবার সকালে অশোকনগর থানার পুলিশ দেগঙ্গার আমুলিয়ায় বাপেরবাড়ি থেকে ফাতেমা বিবি নামে ওই মহিলাকে ধরে। ৬ এপ্রিল সকালে অশোকনগরের বিড়া-মল্লিকপাড়ার রেললাইন সংলগ্ন এলাকা থেকে গলায় নাইনলের ফাঁস লাগানো এবং ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকা ফাতেমার স্বামী, হাড়োয়ার হরিপুর গ্রামের বাসিন্দা মহসিন মোল্লার (৫৫) দেহ উদ্ধার করে পুলিশ। সেই সময়ে অবশ্য তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করেছে ফাতেমা। তার দুই ভাইয়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

সিপিএম নেতাকে মারের অভিযোগ
সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত ন’টা নাগাদ কাঁচরাপাড়া পুর এলাকার ঘটনা। অভিযোগ, কাঁচরাপাড়া পুরসভার বিরোধী দল নেতা এবং পাঁচ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর দেবাশিস রক্ষিত দলীয় সভা সেরে বাড়ি ফিরতেই তার উপরে চড়াও হয়ে বাড়ি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেবাশিসবাবু এবং তার মাকেও মারধর করা হয়। শনিবার রাতেই আক্রান্ত সিপিএম নেতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই হামলার অভিযোগ অস্বীকার করেন।

ডাকঘরে আগুন
আগুন লেগে শুক্রবার রাতে ব্যান্ডেল ডাকঘরে পুড়ে গেল বেশ কিছু নথি। দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নথি ছাড়াও পুড়ে গিয়েছে কম্পিউটার, আসবাবপত্র। পুলিশ ও দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে, ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

জুটমিলে দেহ উদ্ধার
এক নৈশপ্রহরীর দেহ মিলল গোপালনগরের দাড়িঘাটা সেতুর কাছে একটি মিলে। শুক্রবার রাতে স্থানীয় রায়পুর এলাকার সঞ্জিৎ লস্কর (৫২) নামে ওই ব্যক্তিকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.