মোটরবাইক চড়ে ছিনতাইয়ের দু’টি ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হল চার জনকে। একটি ঘটনা কলকাতার অন্যটি বালির।
শুক্রবার সন্ধ্যায় মোটরবাইকে এসে আমহার্স্ট স্ট্রিটে পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি চক্রের তিন জন গ্রেফতার হয়। ধৃতদের নাম মেহতাব, ইমরান আলম ও মহম্মদ দানিশ খান। এ দিকে, ব্যাঙ্কের সিসিটিভি-র ফুটেজ দেখে ১৬ এপ্রিল জিটি রোডে রিকশায় মোটরবাইকের ধাক্কা মেরে এক দম্পতির টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সায়ন সিংহ
নামে এক যুবককে শুক্রবার গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানায়, এ দিন ইনতেসার আলি নামে এক ব্যক্তি ২০ হাজার টাকা নিয়ে পাটোয়ারবাগান লেনে একটি বই বাঁধাইয়ের সংস্থার অফিসে যাচ্ছিলেন। তখন দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাড়া করলে এক দুষ্কৃতী মেহতাবকে ফেলে তার সঙ্গী পালায়। রাতেই মেহতাবকে ধরে পুলিশ। ওই রাতেই ইমরান ও দানিশ নামে আরও দু’জন গ্রেফতার হয়। উদ্ধার হয় ছিনতাই হওয়া টাকা। মেহতাব দানিশের মাধ্যমে জানতে পারে মজনু নামে ওই বছর সতেরোর কিশোর আগে বই বাঁধাইয়ের সংস্থায় কাজ করত। সে জানত কখন কর্মীরা টাকা নিয়ে অফিসে ফেরেন। শনিবার মেহতাবকে ২৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে এবং মজনু ও দানিশকে ৩ মে পর্যন্ত হোমে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
এ দিকে, বালিতে এক দম্পতির এক লক্ষ টাকা ছিনতাইয়ে ধৃত বীজপুরের বাসিন্দা সায়ন সিংহের ছবিই ব্যাঙ্কের সিসিটিভি-তে দেখা গিয়েছিল বলে দাবি পুলিশের। জনবহুল জিটি রোডে একটি রিকশার পিছনে মোটরবাইকের ধাক্কা মেরে দুর্ঘটনার নাটক করে দুই ছিনতাইবাজ। হাওড়ার ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আর এক জনের খোঁজ চলছে।”
পুলিশ জানায়, বালি নিমতলার এলাহাবাদ ব্যাঙ্কের সিসিটিভি-র ফুটেজে দেখা যায়, শ্রীচরণ সরণির বাসিন্দা ওই দম্পতি রামদত্ত শর্মা ও মিথিলেশ শর্মার আশেপাশে ঘুরছে সায়ন। তাঁদের সঙ্গে প্রতিটি কাউন্টারের সামনে যাচ্ছে। এই দৃশ্য দেখেই পুলিশ নিশ্চিত হয় ওই যুবক ছিনতাইবাজ। তখনই বালি থানার পুলিশ অন্য সব থানায় তার ছবি পাঠায়। উত্তর ২৪ পরগণার বীজপুর থানাকেও বিষয়টি দেখার জন্য বলা হয়। এক তদন্তকারীর কথায়, “বীজপুরে কেপমারি, ছিনতাইয়ের একটা দলের আস্তানা থাকায় সন্দেহ হয় ওই যুবক সেখানকার হতে পারে।”
পুলিশ জানায়, বীজপুরের কবিরাজ পাড়া সংলগ্ন ‘খঞ্জর পার্টি পাড়া’ নামে পরিচিত একটি বস্তিতে সায়নের খোঁজ পায় পুলিশ। শুরু হয় নজরদারি। শুক্রবার সায়নকে গ্রেফতার করে বালি ও বীজপুর থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় সে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
|
ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট আজ |
প্রায় ১ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আজ, রবিবার। পরীক্ষা শুরু সকাল সাড়ে ন’টায়, চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। মেডিক্যালে গোটা দেশে অভিন্ন প্রবেশিকা চালু হওয়ায় জয়েন্ট এন্ট্রান্স হবে কেবল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত জানান, সুষ্ঠু পরীক্ষার জন্য প্রত্যেক কেন্দ্রে পরিদর্শক রাখার পাশাপাশি ভুয়ো পরীক্ষার্থী রুখতে এ বার কিছু বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পরীক্ষার সময় যে কোনও সমস্যা জানাতে বোর্ড কন্ট্রোল রুম খুলেছে। নম্বরগুলি হল: ৯৮৭৪৯৫৬০৬৩, ৯৮৭৪৯৫৬০৭৫, ০৩৩-২৩৬৭১১৩৭ (কলকাতা, হাওড়া), ৯৮৭৪৯৫৬০৭৭ (উত্তর, দক্ষিণ ২৪ পরগনা), ৯৮৭৪৯৫৬০১৯ (পূর্ব, পশ্চিম মেদিনীপুর, হুগলি), ৯৮৭৪৩৭৭৭০০ (বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া), ৯৮৭৪১৭৭৭০০ (নদিয়া, মুর্শিদাবাদ), ৯৮৭৪৫৭৭৭০০ (মালদহ, দিনাজপুর), ৯৮৭৪৯৫৬০২৯ (দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার)। এ ছাড়া, বোর্ডের অফিসেও ফোন করে সহায়তা পাওয়া যেতে পারে। নম্বরগুলি হল, ০৩৩-২৩৬৭১১৯৮/৯৯/৫৯/৪৮। |