• লারা গ্রেট। পন্টিংও দুর্দান্ত। কিন্তু সচিনই গ্রেটেস্ট। আমার দেখা সর্বকালের সেরা এবং ভবিষ্যতেও থাকবে। পরবর্তী ৫০ বছরে ১০০টা আন্তর্জাতিক সেঞ্চুরি কোনও ব্যাটসম্যান করতে পারবে না। সৌরভ গঙ্গোপাধ্যায়
• আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ বছর কাটানোর পরও সচিনের রান খিদে একটুও কমেনি। এখনও প্রতিটা রানের জন্য ওর মধ্যে কিন্তু একই রকম তীব্রতা থাকে। মাইকেল ক্লার্ক
গুরুপ্রণাম
সিডনিতে মূর্তির পায়ে সচিনভক্ত। ছবি: রয়টার্স
• গ্রেটেস্ট রোলমডেল। এক জন ক্রিকেটারের কেরিয়ার কী ভাবে চলবে, সেটা বোঝার জন্য সচিনের থেকে ভাল উদাহরণ আর হয় না। বিপক্ষের ক্রিকেটার বা কোচ, যে অবস্থা থেকেই সচিনকে দেখি না কেন, ওকে নিয়ে আমার মত কখনও বদলায়নি। গ্যারি কার্স্টেন
• সর্বকালের অন্যতম সেরা। মানুষ হিসেবেও অসাধারণ। সচিনকে মাঠে উল্টোপাল্টা কিছু বললে ও আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে যেত। বেশির ভাগ সময়েই তাই মাঠে সচিন ব্যাট করলে চুপ করে থাকাই শ্রেয় বলে মনে হত। গ্লেন ম্যাকগ্রা
• আমার লিস্টে সচিন এক নম্বরে থাকবে সর্বোচ্চ স্তরের ক্রিকেটে দীর্ঘ সময় এ ভাবে পারফরম্যান্স ধরে রাখার জন্য। মুথাইয়া মুরলীধরন
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.