প্রাক্তন টিম মালিকের সঙ্গে দ্রাবিড়। শনিবার বেঙ্গালুরুতে। |
বিস্তারিত স্কোর... |
এ বার দ্রাবিড়
• ৬ ম্যাচে ১৮০ রান • সর্বোচ্চ ৬৫
• গড় ৩৬ • স্ট্রাইক রেট ১১১.১১ |
|
ব্যাট হাতে ব্যর্থতা (৬) ঢাকতেই ওয়াটসন আইপিএল সিক্সে প্রথম এই ম্যাচেই বোলিং করতে রাজি হয়ে গিয়েছিলেন কি না জানা নেই, তবে শুরুতেই তিনি ধাক্কা দিলেন দিলশানকে তুলে নিয়ে। বিরাট কোহলি নেমেও চার বলের বেশি টিকতে পারেননি। ফকনারের বলে আরসিবি অধিনায়ক বোল্ড হয়ে ফেরার পর আবার ওয়াটসনকে নিয়ে আসেন দ্রাবিড়। এ বার এবি ডে’ভিলিয়ার্সকে তুলে নেন টিমের প্রিয় ‘ওয়াটো’। ৬৪ রানের মধ্যেই তিন মারকাটারি ব্যাটসম্যান চলে যাওয়ার পর আর কোনও ঝুঁকি নেননি গেইল। সৌরভ তিওয়ারির (২৫) সঙ্গে ৫৯ রানের জুটিতে জয় নিশ্চিত করে নেন গেইল (৪৪ বলে ৪৯ রান)।
অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেও নিজের ঘরের মাঠ চিন্নাস্বামীতে কেন ব্যর্থ হল দ্রাবিড়ের রাজস্থান? অধিনায়ককে ডোবাল ব্যাটিং। অবশ্য দুরন্ত ফর্মের ঝলক এখানেও দেখাতে পেরেছেন রাজস্থান অধিনায়ক (৩১ বলে ৩৫ রান)। |
টুর্নামেন্টে দ্রাবিড়ের রান দাঁড়াল এই নিয়ে মোট ১৮০। টুর্নামেন্টের সর্বোচ্চ রান শিকারিদের তালিকাতে তিনি এখন সাত নম্বরে। দ্রাবিড়ের সঙ্গে স্টুয়ার্ট বিনির (২০ বলে ৩৩ রান) জুটিতে দ্রুত রান উঠতে শুরু করেছিল একসময়। কিন্তু ওইটুকুই। বিনি আর দ্রাবিড় ফিরতেই মিডল অর্ডারে চাপ ধরে রাখার মতো আর কোনও রাজপুত ব্যাটসম্যানকে পাওয়া যায়নি। দ্রুত ধসে যায় রাজস্থানের মিডল অর্ডার। ২০ রানের মধ্যে পড়ে ছ’উইকেট।
স্কোরবোর্ডে বেশি রান না থাকলেও দিলশানরা রান তাড়া করতে নামার পর ওয়াটসনকে নামিয়ে একটা ফাটকা খেলার চেষ্টা করেছিলেন রাজস্থান অধিনায়ক। আর তাতে রয়্যাল চ্যালেঞ্জার্সের টপ অর্ডারে আঘাত করতে সফলও হয়েছিলেন। কিন্তু গেইল একাই দ্রাবিড়ের সব পরিকল্পনায় জল ঢেলে দেন।
|