সাত দিন যেমন

অসীম দাস

শনিবারের রাশি: কর্কট।
নক্ষত্র: অশ্লেষা।
শুভ রং: সাদা, আকাশি ও ঘন নীল।
এড়িয়ে চলুন: লাল, মেরুন ও গোলাপি।
শুভ সংখ্যা: ৩, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮।
এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় এবং রাশির নবমে বুধের অবস্থানের জন্য রাজনীতিকদের জন্য কূটনীতির প্রয়োগ ফলপ্রসূ হতে পারে। বুদ্ধিজীবীদের জন্য নতুন কোনও পথ খুলে যেতে পারে। সন্তানের নতুন বাসস্থান কেনার সুযোগ আসতে পারে। পরিবারে কোনও আনন্দ অনুষ্ঠানের খবর পেতে পারেন। মায়ের পরামর্শে শরিকি সমস্যার সমাধানের সম্ভাবনা। দাম্পত্যে গৃহ সাজাবার জন্য খরচ করতে পারেন। ফুসফুসে কোনও সংক্রমণ হলে সতর্ক হোন।

রবিবারের রাশি: সিংহ।
নক্ষত্র: মঘা।
শুভ রং: হলুদ, কমলা, সোনালি ও কালো।
এড়িয়ে চলুন: সবুজ, বেগুনি ও বাদামি।
শুভ সংখ্যা: ৪, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ৮।
এ দিন চন্দ্র কেতুর নক্ষত্রে থাকায় এবং রাশির নবমে কেতুর, মঙ্গল, রবি ও শুক্রের সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ব্যবহারে কৌশলী হওয়া উচিত। পেট্রোলিয়ামজাত ব্যবসার সঙ্গে জড়িতরা আর্থিক ভাবে লাভবান হতে পারেন। ভাই বা বোনকে কেন্দ্র করে সমস্যা বাড়ির পরিবেশকে অশান্ত করতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনও বন্ধুকে নিয়ে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে। মায়ের ভূমিকা নিয়ে দাম্পত্যে ক্ষোভ বাড়তে পারে।
সোমবারের রাশি: সিংহ।
নক্ষত্র: পূর্বফাল্গুনী।
শুভ রং: সাদা, কালো, ইট রঙা লাল ও ফিরোজা।
এড়িয়ে চলুন:নীল, হলুদ ও গেরুয়া।
শুভ সংখ্যা: ১, ৫ ও ৮।
এড়িয়ে চলুন: ৩।
এ দিন চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকায় এবং রাশির নবমে শুক্রের, কেতু, রবি ও মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থানের জন্য চাকরিজীবীদের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য মানসিক চাপ বাড়লেও উপার্জন বাড়ার সম্ভাবনা থাকবে। বড় ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। রোম্যান্টিক কথাবার্তায় অল্প দিনের কোনও পরিচিতের সঙ্গে প্রেমে জড়াতে পারেন। বাড়ির কোনও সদস্যকে কেন্দ্র করে দাম্পত্যে অস্থিরতা বাড়তে পারে। ব্লাড সুগার, পাকস্থলী নিয়ে সমস্যা হলে সতর্ক হোন।

মঙ্গলবারের রাশি: কন্যা।
নক্ষত্র: উত্তরফাল্গুনী।
শুভ রং: সোনালি, সবুজ, কমলা ও অগ্নিবর্ণ।
এড়িয়ে চলুন: ঘন নীল, ফিরোজা ও বেগুনি।
শুভ সংখ্যা: ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ২ ও ৪।
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে থাকায় এবং রাশির অষ্টমে রবির, কেতু, মঙ্গল ও শুক্রের সঙ্গে একযোগে থাকায় কর্মক্ষেত্রে উপার্জন বাড়ার সম্ভাবনা থাকবে। শেয়ার মার্কেট অথবা মধ্যস্থতাকারী ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ হতে পারে। বড় ভাইয়ের আঘাতজনিত ঘটনার আশঙ্কা থাকতে পারে। কোনও সম্পত্তি বিক্রয়ের কথা ভাবতে পারেন। দাম্পত্যে ভাব বিনিময় বাড়তে পারে। মাইগ্রেন ও দাঁত নিয়ে সমস্যা হলে সাবধান হোন।
বুধবারের রাশি: কন্যা।
নক্ষত্র: হস্তা।
শুভ রং: সাদা, সবুজ, ও কফি বা বাদামি।
এড়িয়ে চলুন: হলুদ, কালো ও বেগুনি।
শুভ সংখ্যা: ৩, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৮।

এ দিন চন্দ্র নিজের নক্ষত্রে বুধের ক্ষেত্রে অবস্থান করায় এবং রাশির সপ্তমে বুধের অবস্থানের জন্য রাজনীতিকদের জন্য কথাবার্তায় বিশেষ ভাবে সংযত হওয়া প্রয়োজন। আইনজীবীদের জন্য বিপরীত লিঙ্গ থেকে সুনামহানির আশঙ্কা থাকতে পারে। হঠকারিতার জন্য প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়াবার সম্ভাবনা থাকবে। একাধিক সম্পর্কে জড়াতে পারেন। দাম্পত্যে ভাবাবেগ ও খরচ দুই-ই বাড়তে পারে। গ্যাসের সমস্যা ও টনসিল নিয়ে ভুগতে পারেন।
বৃহস্পতিবারের রাশি: তুলা।
নক্ষত্র: চিত্রা।
শুভ রং: কালো, সোনালি, হলুদ ও গেরুয়া।
এড়িয়ে চলুন: সবুজ, ফিরোজা ও স্টিল গ্রে।
শুভ সংখ্যা:২, ৬ ও ৮।
এড়িয়ে চলুন: ১ ও ৯।
এ দিন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে, শনি ও রাহুর সঙ্গে একযোগে থাকায় এবং রাশির সপ্তমে মঙ্গলের, রবি, শুক্র ও কেতুর সঙ্গে একত্রে অবস্থানের জন্য চাকরিজীবীদের মেজাজ থেকে সমস্যা আসার সম্ভাবনা থাকবে। অভিনয় অথবা অন্য কোনও শিল্পকলার সঙ্গে যুক্তদের জন্য অকল্পনীয় কোনও যোগাযোগ আসতে পারে। ভাই বা বোনের ব্যবহারে মানসিক আঘাত পেতে পারেন। জেদের বশে কোনও নতুন সম্পর্কে জড়াতে পারেন। দাম্পত্যে মানসিক ব্যবধান থেকে কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারেন। অতি সক্রিয় আচরণ থেকে সতর্ক থাকুন।
শুক্রবারের রাশি: তুলা।
নক্ষত্র: স্বাতী।
শুভ রং: কালো, বেগুনি, আকাশি ও সাদা।
এড়িয়ে চলুন: লেমন, কমলা, গেরুয়া ও সোনালি।
শুভ সংখ্যা: ১, ৪ ও ৯।
এড়িয়ে চলুন: ৩ ও ৬।
এ দিন চন্দ্র রাহুর নক্ষত্রে, রাহু ও শনির সঙ্গে সহাবস্থান করায় মানসিক অস্থিরতার কারণে কর্মক্ষেত্রে জরুরি কাগজপত্র হারিয়ে অসুবিধায় পড়তে পারেন। প্রোমোটিং ব্যবসার সঙ্গে জড়িতদের কোনও দুষ্টচক্রের ফাঁদে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। শরিকি সম্পত্তিকে কেন্দ্র করে আত্মীয়দের সঙ্গে গোলযোগ বাঁধতে পারে। অতি সাহসী মনোভাব প্রেমের ক্ষেত্রে সাফল্য আনতে পারে। তৃতীয় ব্যক্তির প্ররোচনায় দাম্পত্যে অশান্তি বাড়ার যোগ দেখা যায়। শ্বাসকষ্ট বা পেটে কোনও রকম ঘা কষ্ট দিতে পারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.