নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গল এ এফ সি কাপের ম্যাচ খেলতে মালয়েশিয়া উড়ে যাওয়ার ঘণ্টা খানেক পরে শহরে চলে এল চার্চিল ব্রাদার্স। খেতাব জেতার পয়েন্ট সংগ্রহের লক্ষ্যে।
আই লিগ টেবিলে এক ও দু’নম্বরে থাকা দু’টি দলের যাওয়া-আসার অনেক আগেই শুক্রবার সকালে মোহনবাগান তাঁবুতে ওডাফা-টোলগেদের বার্তা দিয়ে দেওয়া হল, অবনমন থেকে পুরোপুরি মুক্ত হওয়ার জন্য রবিবারের ম্যাচ জিততেই হবে। আগের দিন কোচ করিম বেঞ্চারিফা যা বলেছিলেন, এ দিন সেই বার্তা এল কর্তাদের তরফ থেকে। অনুশীলনের পর টিম মিটিং-এ মোহনবাগানের ফুটবল বিভাগের দায়িত্বে থাকা অর্থসচিব দেবাশিস দত্ত বলে দিলেন, “চার্চিলকে হারিয়ে তিন পয়েন্ট না পেলে অবনমন থেকে পুরোপুরি মুক্ত হবে না ক্লাব। অন্য কারও জন্যে নয়, নিজেদের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ। এবং জিততে হবে।” পরে তাঁবুর বাইরে এসে তাঁর মন্তব্য, “দলবদল নিয়ে অনেক কথা কাগজে বেরোচ্ছে। কিন্তু এটা জানিয়ে দিচ্ছি যে, আমরা যাদের রাখব বলে সিদ্ধান্ত নেব তারা কোথাও যাবে না।”
অর্থসচিবের মন্তব্যে ইঙ্গিত স্পষ্ট, চার্চিল ম্যাচ অনেক ফুটবলারেরই সামনের মরসুমের টাকার অঙ্ক ঠিক করে দেবে। চার্চিল কোচ সুভাষ ভৌমিক বৃহস্পতিবারই শহরে চলে আসেন। শুক্রবার বিকেলে গোয়া থেকে শহরে নামেন সন্দীপ নন্দী-সুনীল ছেত্রী-হেনরিরা। সেখান থেকে রাতে পৌঁছে যান কল্যাণীতে। সেখানে রওনা হওয়ার আগে দেশের অন্যতম সেরা কিপার সন্দীপ নন্দী বললেন, “মোহনবাগান খুব ভাল ফর্মে আছে। ওডাফা-টোলগেরা নিয়মিত গোল পাচ্ছে। টানা অনেক দিন অপরাজিত। ওদের সঙ্গে লড়াইটা কঠিন। তবে আমরাও ভাল খেলছি। ম্যাচটা জমবে। আমার ধারণা আই লিগের ফয়সলা হবে শেষ রাউন্ডে।” কলকাতার দুটি ক্লাব পরের মরসুমে খেলার জন্য সন্দীপকে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে। সন্দীপও কলকাতায় ফিরতে আগ্রহী। কিন্তু তা নিয়ে এখনই ভাবছেন না তিনি। চার্চিলকে খেতাব জেতানোই লক্ষ্য তাঁর। চার্চিল গোলকিপারের মন্তব্য, “চ্যাম্পিয়ন হতে গেলে ইস্টবেঙ্গলকেও সব ম্যাচ জিততে হবে। ডেম্পোকে হারাতে হবে। আমাদের চেয়েও ওদের চাপ বেশি।”
মোহনবাগান-চার্চিল ম্যাচের ফলের আগে অবশ্য আজকের পুণে এফ সি-এয়ার ইন্ডিয়া ম্যাচ চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্নে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ পুণে জিতলে তারা ধরে ফেলবে ইস্টবেঙ্গলকে। দু’জনেরই পয়েন্ট হয়ে যাবে ৪৩। সে ক্ষেত্রে ওডাফা-সুনীল লড়াই অন্য মাত্রা পেয়ে যাবে। গোয়ার দলটি হেরে গেলে সুবিধা পেয়ে যাবে ইস্টবেঙ্গল, পুণেও।
এ দিকে তালিকায় নাম থাকা সত্ত্বেও এ এফ সি কাপ খেলতে মালয়েশিয়ায় যেতে পারলেন না ইস্টবেঙ্গলের দুই ফুটবলার সৌমিক দে এবং অ্যান্ডু বরিসিচ। সৌমিকের জ্বর। বরিসিচের স্ত্রী হাসপাতালে। বরিসিচ আজ রওনা হলেও সৌমিক যেতে পারছেন না। খারাপ ফর্মের জন্য রবিন সিংহকে দল থেকে বাদ গিয়েছেন লাল-হলুদ কোচ ট্রেভর মর্গ্যান। তাঁকে সম্ভবত রাখছে না ইস্টবেঙ্গল। পুণে এফ সি-র জেজেকে পাওয়া নিয়ে অবশ্য ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে টানাটানি শুরু হয়েছে। |