টুকরো খবর
বিট অফিস থেকে গাছ চুরি
বন দফতরের গোঘাটের ভাদুর বিট অফিস চত্বর থেকে বৃহস্পতিবার রাতে তিনটি শ্বেতচন্দন গাছ চুরি হয়ে গেল। এ নিয়ে শুক্রবার থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন আরামবাগের রেঞ্জ অফিসার দিব্যেন্দু রাউত। তিনি জানান, সব মিলিয়ে গাছগুলির দাম লক্ষাধিক টাকা হবে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই বিট অফিস চত্বরে কেউ ছিলেন না। বিট অফিসার সমীরণ মুখোপাধ্যায় জানান, তিনি দুপুরে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। বনরক্ষী এবং বন শ্রমিকও ছুটিতে ছিলেন। ফলে, কেউ না থাকার সুযোগে অপরিণত গাছগুলি কেটে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বিষয়টি নিয়ে হাওড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার (আরামবাগ রেঞ্জ ওই ডিভিশনের অধীনে) গৌতম চক্রবর্তী বলেন, “গাছ চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন।” তবে নানা বিভাগে কর্মিসংখ্যা কম বলে তিনি মেনে নিয়েছেন।

ফের হামলা ফাঁসখোয়ায়
ফের পাঁচিল ভেঙে গুদামে রাখা চা শ্রমিকদের রেশনের সাত বস্তা চাল ও আটা খেয়ে গেল একটা হাতি। জঙ্গলে ফেরার সময় চার জন চা শ্রমিকের ঘর ভেঙে লবন, চাল খায় ওই মাকনা। মঙ্গলবার কুমারগ্রামের ফাঁসখোয়া চা বাগানের ফ্যাক্টরি লাইনে ঘটনাটি ঘটে। চা শ্রমিক ও বনকর্মীরা মশাল জ্বেলে পটকা ফাটালে রাত দুটা নাগাদ মাকনাটি জঙ্গলে ফিরে যায়। খাবারের খোঁজে চা বাগানের গুদামে হাতির হানা বেড়ে চলায় শ্রমিক মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত সাত দিনে ফাঁসখোয়া চা বাগানে দু’বার গুদাম ভেঙে চাল আটা খেয়ে গেল বুনো হাতি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) বিভাগের উপ ক্ষেত্র অধিকর্তা ভাষ্কর জেভি জানান, জয়ন্তীর জঙ্গল থেকে মাকনাটি চা বাগানে হানা দেয়। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

করাতকল সিল
এ বার বলরামপুরে ১৩টি অবৈধ করাতকল সিল করল বনদফতর। ঝালদা, বাঘমুণ্ডি, আড়শার পরে শুক্রবার দিনভর বলরামপুরে অভিযান চালাল বন দফতর। বলরামপুরের রেঞ্জ আধিকারিক আখতার রহমান মল্লিক বলেন, “বলরামপুরে ৪টি, শালবনিতে ২টি এবং হেতাডি, দেউলি, চাকুলিয়া, নামশোল, বড়উরমা ও বলরামপুর-বাঘমুণ্ডি রাস্তার উপর ১টি করে করাতকল সিল করা হয়েছে। ওই করাতকলগুলির কোনও বৈধতা ছিল না।

সাপের ছোবলে মৃত
পালা থেকে খড় টানতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হল দীনবন্ধু মণ্ডল (৪৪) নামে লালখান্দিয়ারের এক ব্যক্তির।

শিকার ও শিকারি
ছবি: শুভ্র মিত্র
বিষ্ণুপুরের জঙ্গলে আদিবাসীদের শিকার উৎসবের মধ্যে শুক্রবার একটি হরিণের মৃত্যু হয়েছে। বিষ্ণুপুরের রেঞ্জ আধিকারিক প্রকাশ ওঝা বলেন, “সম্ভবত শিকারীদের তাড়া খেয়ে হরিণটি একটি গাছে ধাক্কা খেয়ে মারা যায়। জঙ্গলে পশুদের তাড়া না দেওয়ার জন্য মাইকে প্রচার চালানোর পরেও এই ঘটনা এড়ানো গেল না।” শিকারিরা এ দিন বেশ কয়েকটি পশু শিকার করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.