হোমস লিঙ্ক রোড
বেহাল সরণি
ক দিকে, কোনা এক্সপ্রেসওয়ে। অন্য দিকে, রামরাজাতলা স্টেশন রোড। মাঝে হাওড়া হোমস লিঙ্ক রোড। অভিযোগ, দীর্ঘ দিন সংস্কারের অভাবে রাস্তাটির বেহাল দশা। ভাঙা রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে রাস্তাটি সারানোর দাবি তুলেছেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি বেশ গুরুত্বপূর্ণ। কোনা এক্সপ্রেসওয়ে হওয়ায় পরে সেই গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। সারা দিন অসংখ্য যাত্রী যাতায়াত করেন। রামরাজাতলা, শঙ্করমঠ, ষষ্ঠীতলা, মুখার্জিপাড়া, পিন্দীপাড়া, মুচিপাড়া, ধাড়সার বাসিন্দারা কোনা এক্সপ্রেসওয়ে যেতে এই রাস্তাই ব্যবহার করেন। এই রাস্তার পাশেই রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং কয়েকটি স্কুল।
অনেক ছাত্রছাত্রীও এই রাস্তা ব্যবহার করে। বাকসাড়া ও হাওড়া হোমস এলাকার বাসিন্দাদের রামরাজাতলা স্টেশনে এই রাস্তা দিয়েই যেতে হয়। অনেক মালবাহী গাড়িও যাতায়াত করে। কিন্তু রাস্তাটি খন্দে ভরা। রাস্তার ধারগুলি ভেঙে গিয়েছে। কিছুটা অংশ ধসেও গিয়েছে।
স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ দে বলেন, “রাস্তাটি অনেক দিন সারানো হয়নি। এই রাস্তায় যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। মালবাহী গাড়ি যাতায়াতের ফলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে গিয়েছে।” নিত্যযাত্রী স্বপন দাসের কথায়: “আমি এই রাস্তায় সাইকেল নিয়ে প্রতি দিন যাতায়াত করি। এমনই অবস্থা যে ধার দিয়ে যেতে হয়। এক বার দুর্ঘটনাও ঘটেছিল। অবিলম্বে রাস্তাটি সারানো দরকার।” স্থানীয় বিধায়ক জটু লাহিড়ী বলেন, “রাস্তাটি ভেঙেচুরে গিয়েছে। খন্দে ভরা। এই রাস্তাটি পূর্ত দফতরের দায়িত্বে আছে। রাস্তাটি অবিলম্বে সারানো দরকার।”
পূর্ত দফতরের হাওড়া হাইওয়ে সাব-ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নারায়ণচন্দ্র পাল বলেন, “রাস্তাটি খুব শীঘ্রই সারানো হবে। আপাতত রাস্তাটি প্রাথমিক ভাবে সারানো হবে। রাস্তার দু’পাশে জলাশয় থাকায় গার্ডওয়াল দেওয়া হবে। তার পরে রাস্তাটি পাকাপাকি ভাবে সারানো হবে।”




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.