স্কুলের উন্নয়ন তহবিলের টাকা ছাত্রীদের ফেরত দেওয়া নিয়ে শুক্রবার উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠে উত্তেজনা ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের একাংশের বাদানুবাদের সময় অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষিকা। তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। স্কুল সূত্রের খবর, পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের উন্নয়ন খাতে প্রতি ছাত্রীর থেকে পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছিল। এ ব্যাপারে অভিভাবকদের তরফে কোনও আপত্তি ওঠেনি। কিন্তু দুই শিক্ষিকা ২৪০ টাকার বেশি নেওয়া যাবে না বলে আপত্তি তোলেন। প্রধান শিক্ষিকা সরযূ কোঙার বলেন, “ছাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরতে আমি সম্মত হই।” তাঁর অভিযোগ, ওই দুই শিক্ষিকা কয়েক জনকে বোঝান, বিগত বছরের টাকাও ফেরত চাইতে হবে। এতে অভিভাবকদের একাংশ বচসা বাধান।
|
যুবতী কর্মীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একটি বিউটি পার্লারের মালিককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ভদ্রকালীর শান্তিনগর এলাকার বাসিন্দা বছর কুড়ির ওই যুবতী কলকাতার আর জি কর হাসপাতালে মারা যান। তাঁর দাদা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগে জানান, বোনকে অবৈধ সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন বিউটি পার্লারের মালিক রাজু ঘোষ। যৌন লাঞ্ছনা করতেন। সেই কারণেই টুম্পা আত্মঘাতী হন। ওই অভিযোগের ভিত্তিতে রাতে উত্তরপাড়া থানার আইসি প্রিয়ব্রত বক্সি বছর পঁয়ত্রিশের বিবাহিত ওই যুবককে গ্রেফতার করেন। শুক্রবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিন্দমোটরের রাধাগোবিন্দনগর এলাকার বাসিন্দা রাজু। বাড়ির কাছেই তাঁর বিউটি পার্লার। সেখানেই কাজ করতেন ওই যুবতী। বুধবার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই যুবতী অ্যাসিড এবং ফিনাইল খেয়ে ছিলেন। তদন্তকারীরা জানান, রাজুর মোবাইল ফোন ঘেঁটে দেখা গিয়েছে, তিনি ওই যুবতীকে আপত্তিকর এসএমএস পাঠাতেন।
|
‘সাসপেনশন অব ওয়ার্ক-এর বিজ্ঞপ্তির জেরে বন্ধ হয়ে যাওয়া ভদ্রেশ্বরের জুটমিলের যন্ত্রাংশ তৈরির কারখানায় আজ, শনিবার থেকে ফের উৎপাদন চালু হচ্ছে। গত ১ এপ্রিল থেকে ওই সংস্থার আদি সপ্তগ্রামের ঢালাই কারখানাটির কর্মীরা কর্মবিরতি পালন করায় তার রেশ এসে পড়ে ভদ্রেশ্বরের কারখানাটিতে। কাঁচামালের অভাবকে কারণ হিসেবে দেখিয়ে গত বুধবার ওই বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ। কারখানা খোলার দাবিতে বিভিন্ন দফতরে আবেদন জানান শ্রমিকরা। শুক্রবার চন্দননগরের ডেপুটি শ্রম কমিশনারের দফতরে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জীব দাস, কারখানার শ্রমিক সংগঠনের সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট শ্রম কমিশনার কালিদাস দত্ত। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, শনিবার দু’টি কারখানাতেই উৎপাদন শুরু হবে।
|
কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ দিলেন হুগলির বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিলের প্রায় আড়াই হাজার কর্মী। এত দিন তাঁরা কংগ্রেস সমর্থিত রাষ্ট্রীয় চটকল মজদুর সংগঠনের সদস্য ছিলেন। ওই শ্রমিকদের দাবি, শ্রমিকদের উপর বঞ্চনা হলেও কংগ্রেস সমর্থিত সংগঠনের নেতারা শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছিলেন না। সেই কারণেই দলত্যাগ। এ কথা মানেনি কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠনটি।
|
হুগলি নদীতে তলিয়ে যাওয়া যুবক সুজয় দাসের দেহ উদ্ধার হল শুক্রবার সকালে। টালিগঞ্জের বাসিন্দা বছর কুড়ির ওই যুবক শুক্রবার বিকেলে বাউড়িয়ার লঞ্চঘাটের কাছে স্নান করতে গিয়ে তলিয়ে যান। কলকাতা ও রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁর খোঁজে তল্লাশি শুরু করে। শেষপর্যন্ত ওই লঞ্চঘাট থেকেই তার দেহ উদ্ধার হয়। |