|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ফুটে ওঠে প্রাচ্য চেতনার প্রাধান্য |
মৃণাল ঘোষ |
আইসিসিআর-এ একসঙ্গে প্রদর্শনী করলেন ছ’জন ‘সিক্সথ সেন্স’ শিরোনামে। সকলেই কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করেছেন। রোমি মজুমদারের ছ’টি ছবিতে লোকচিত্র অনুপ্রাণিত অলঙ্করণময়তার স্নিগ্ধ প্রকাশ ছিল। |
|
ঐতিহ্যগত ভারতীয় রীতিতে পুরাণকল্পমূলক বিষয় নিয়ে ছবি এঁকেছেন অমৃতা মজুমদার ও সুপ্রীতি বন্দ্যোপাধ্যায়। সুজাতা খাস্তগীরের ছবিতেও প্রাচ্য চেতনার প্রাধান্য। ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় এঁকেছেন স্বাভাবিকতার আঙ্গিকে। রজত বন্দ্যোপাধ্যায় ছোট ছোট ১৯টি ছবি এঁকেছেন জলরঙে। |
প্রদর্শনী
চলছে
সিমা: সুমিত্র বসাক আজ শেষ।
চিত্রকূট: যশবন্ত কাল শেষ।
কেমোল্ড: ইন্দ্রনীল ঘোষ, গৌতম কুণ্ডু প্রমুখ কাল শেষ। চন্দন নায়ক ১ মে পর্যন্ত।
তাজবেঙ্গল: দীপ্তি চক্রবর্তী ২২ পর্যন্ত।
অ্যাকাডেমি: ক্যানভাস ২৪ পর্যন্ত। নারায়ণ চক্রবর্তী, রত্না বসু ২৪ পর্যন্ত। বিমান, শ্যামল প্রমুখ ২৪ পর্যন্ত। |
|