পিএফ নিয়ে উদ্যোগ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
যে সমস্ত ভাতা নিয়মিত ভাবে মূল বেতনের সঙ্গে দেওয়া হয়, এখন থেকে সেগুলিও কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) আওতায় আনার কথা ভাবছে কেন্দ্র। এ নিয়ে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমিটি। তবে এর ফলে সঞ্চয় বাড়ায় এক দিকে যেমন উপকৃত হবেন সাধারণ কর্মীরা, তেমনই আবার তাঁদের নিট বেতনের পরিমাণ কমবে।
|
উইপ্রো এন্টারপ্রাইজ
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
আলাদা সংস্থা হিসেবে উইপ্রো এন্টারপ্রাইজের শেয়ার বাজারে নথিভুক্ত হবে না। শুক্রবার উইপ্রোর আর্থিক ফল ঘোষণার সময় এ কথা জানালেন কর্ণধার আজিম প্রেমজি। তথ্যপ্রযুক্তি ছাড়া অন্যান্য সব ব্যবসা নিয়ে উইপ্রো এন্টারপ্রাইজ গড়ার কথা আগেই জানিয়েছে সংস্থা। এ দিকে, গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে উইপ্রোর মুনাফা ১৭% বেড়ে হয়েছে ১,৭২৯ কোটি টাকা। আয়ও বেড়েছে ১২%।
|
লগ্নি বিধি আরও কড়া হল এনপিএসে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বেসরকারি সংস্থার নিউ পেনশন সিস্টেম (এনপিএস)-এ লগ্নি বিধির সংশোধিত নির্দেশিকা প্রকাশ করল পেনশন ফান্ড নিয়ন্ত্রক পিএফআরডিএ। তাদের নির্দেশ, নতুন করে এনপিএসের তহবিল আর শেয়ার বাজার নির্ভর মিউচুয়াল ফান্ড ও ইটিএফ-এ লগ্নি করা যাবে না। এ ছাড়া, বলা হয়েছে, একটি শিল্পে তহবিল বণ্টন যেন ১৫% না ছাড়ায়।
|
পরীক্ষামূলক নম্বর রিলায়্যান্স জিও-কে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের টেলিকম সংস্থা রিলায়্যান্স জিও ইনফোকমের মোবাইল পরিষেবা। দিল্লি, মুম্বই ও জামনগরে এই পরিষেবা দিতে টেলিকম দফতর (ডট) মুকেশ অম্বানীর সংস্থাটির জন্য মোট ১০ হাজার নম্বর বরাদ্দ করেছে। তবে ডটের নির্দেশ, এই পরীক্ষামূলক পর্বে গ্রাহকদের পরিষেবা দিতে হবে বিনামূল্যে।
|
আলুর লগ্নিতে ১০০% সুদ, বিস্মিত বিচারপতি |
ব্যবসাটা আলু নিয়ে। তাতে লগ্নি টানতে দ্বিগুণ পর্যন্ত টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞাপনে। এতে বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। তাদের প্রশ্ন, আলুর মতো একটি পণ্য নিয়ে ব্যবসায় বিনিয়োগ করলে ১৫ মাসে ২০ থেকে ১০০% সুদ দেওয়া কী ভাবে সম্ভব? দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ১০ এপ্রিল সুমঙ্গল নামে একটি সংস্থাকে নির্দেশ দেয়, তারা যেন আমানত সংগ্রহ, সম্পত্তি বিক্রি, আলু বিক্রি এবং অন্য কোনও খাতের টাকা সরানোর চেষ্টা না-করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ওই সংস্থা হাইকোর্টে মামলা করে। শুক্রবার তার শুনানিতেই বিচারপতি দীপঙ্কর দত্ত এই প্রশ্ন তোলেন। সুমঙ্গল জানায়, বাজারে আলুর দাম কমে গেলে তারা চাষিদের কাছ থেকে তা কিনে নেয়। সেই আলু কেনার টাকা পেতে তারা আগ্রহীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। সংস্থার নিজস্ব হিমঘরে আলু মজুত রাখা হয়। পরে বাজারের পরিস্থিতি বুঝে সেই আলু বিক্রি করলে ভাল মুনাফা হয়। তার থেকেই সুদ-সহ টাকা ফেরত দেওয়া হয় আমানতকারীদের। সেবি-র বক্তব্য, সুমঙ্গলম সংস্থা বিজ্ঞাপনে জানিয়েছে, যদি কেউ আলু কেনার জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করেন, ১৫ মাস পরে তিনি এক লক্ষ ২০ হাজার টাকা থেকে দু’লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন। কিন্তু তাদের (সেবি-র) আইনের ১২ (১বি) ধারা অনুযায়ী রেজিস্ট্রেশন-শংসাপত্র ছাড়া এই ধরনের ব্যবসা করাই যায় না। সুমঙ্গলমের দাবি, এই ধরনের ব্যবসা করার জন্য সেবি-র রেজিস্ট্রেশন-শংসাপত্রের দরকার নেই। সব শুনে বিচারপতি দত্ত বলেন, জনস্বার্থ উপেক্ষা করে কেউ নিছক ব্যক্তিস্বার্থে ব্যবসা করতে পারেন না। সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে কি না, সেটা দেখতেই হবে। তাঁর প্রশ্ন ছিল মাত্র ১৫ মাসে এত বেশি পরিমাণ সুদ নিয়ে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য হিমঘরে জমা আলু বিক্রি করার অনুমতি চায় সংস্থাটি। সেবি তাতে আপত্তি জানায়। বুধবার ফের শুনানি হবে।
|
বৌবাজার ও গড়িয়াহাটের বিপণিতে নববর্ষ উপলক্ষে গয়নার নয়া সম্ভার আনল ডি কে বসাক জুয়েলার্স। সোনা ও হিরের গয়নার মজুরিতে ২০% ও ৩০% ছাড় মিলছে। প্রকল্প চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। বিপণি খোলা রবিবারও। |