বিনোদনের টুকরো খবর |
কয়েদিদের নিয়ে যাত্রাপালা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সাজাপ্রাপ্ত বন্দিদের নিয়ে অলকানন্দ রায় পরিচালিত যাত্রাপালা ‘মা-মাটি-মানুষ’ পরিবেশিত হল এগরা ২ ব্লকের দেশবন্ধু পঞ্চায়েত এলাকার কেঁউটগেড়িয়ায়। বাসন্তী পুজো উপলক্ষে এই আয়োজন। শুক্রবার কেঁউটগেড়িয়া বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাঙ্গণে এই যাত্রাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ছিল তুঙ্গে। স্থানীয় বাসিন্দা, পেশায় পুলিশকর্মী নিরূপম খাঁড়ার উদ্যোগে এই আয়োজন। তিনি বলেন, “আইনের চোখে যাঁরা অপরাধী, তাঁরাও যে অন্য গুণে অনেকের থেকে বড় হয়ে উঠতে পারে, সেটাই দেখানোর ইচ্ছে ছিল গ্রামবাসীদের।” পুজো কমিটির কর্মকর্তা রঞ্জন দে-ও তাঁর সঙ্গে একমত। এই উপলক্ষে এলাকায় কড়া পুলিশি ব্যবস্থার আয়োজন করা হয়েছে বলে জানান এগরা থানার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায়।
|
নিহত অভিনেতার ছবি রিলিজ আজ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নিজের অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবির মুক্তি দেখে যেতে পারলেন না সদ্য নিহত অসমীয় অভিনেতা জিন্টু শর্মা। হত্যার পাঁচ দিন পরে আজ মুক্তি পাচ্ছে জিন্টু শর্মার অভিনয় করা ছবি ‘রণাঙ্গন’। কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ড নিয়ে এখনও অন্ধকারে। একটি পার্টিতে যোগ দিতে শনিবার রাতে সোনাপুর গিয়েছিলেন জিন্টু। তারপর থেকে তাঁর খোঁজ মিলছিল না। ১৪ এপ্রিল গরু বিহুর দিন সোনাপুরের রাস্তার পাশে জিন্টুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পায়নি। শর্মা বহু মোবাইল থিয়েটার, ভিডিও ছবি ও সিরিয়ালে অভিনয় করেছেন।
|
...চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু |
|
হাতের লেখায় শুভেচ্ছা-বার্তা রেখে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
শুক্রবার, একটি অনুষ্ঠানে। ছবি: শুভাশিস ভট্টাচার্য
|
|
|
দিল্লিতে একটি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার। ছবি: পিটিআই |
|
|