পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখাল শাসকদল তৃণমূলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার পাত্রসায়র থানায় বিক্ষোভের নেতৃত্ব দেন ব্লক তৃণমূল সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, “সিপিএমের দায়ের করা মিথ্যা অভিযোগগুলির উপযুক্ত তদন্ত না করেই পুলিশ আমাদের কর্মীদের হয়রানি করছে।” পাত্রসায়র থানার ওসি মানবেন্দ্রনাথ পাল বলেন, “ওঁদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।” পরে ১০০ দিনের কাজের প্রকল্পে গতি নিয়ে আসা-সহ এলাকার উন্নয়নের দাবিতে তাঁরা সিপিএম পরিচালিত পাত্রসায়র পঞ্চায়েত সমিতিতে স্মারকলিপি দেন।
|
বিধি বহির্ভূত ভাবে তৃণমূল ঘনিষ্ঠ এক ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সাঁওতালিডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দলের জেলা কমিটির সম্পাদক বলরাম মাহাতোর অভিযোগ, “নিয়ম না মেনে বিদ্যুৎকেন্দ্রে জল সরবরাহের কাজ তৃণমূলের ঘনিষ্ঠ এক ঠিকাদারকে দেওয়া হয়েছে।” বিদ্যুৎকেন্দ্রে কয়লা চুরি-সহ আরও কিছু অভিযোগেও তাঁরা সরব হন। ওই ঠিকাদার ও বিদ্যুৎ সংস্থা অবশ্য অভিযোগ মানতে চাননি।
|
বাঁকুড়া থেকে পুরুলিয়ার মধ্যে জাতীয় সড়কের ৮৪ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ৩৭৪ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্র। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। মূলত বর্তমান রাস্তাকে আরও চওড়া করে, মাঝে ডিভাইডার তৈরি করা হবে। যাতে ওই সড়ক বাড়তি যানবাহনের চাপ নিতে পারে এবং দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। |