টুকরো খবর
ড্র করায় লিগ জয় পিছোল ম্যান ইউয়ের
ফার্গুসন আশঙ্কায় নেই।
আরও অপেক্ষা। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উপভোগ করার জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ওয়েস্ট হ্যামের সঙ্গে তাঁদের প্রিয় দল ২-২ ড্র করায় এ ছাড়া কোনও উপায় নেই তাঁদের। ম্যাঞ্চেস্টার সিটি অবশ্য উইগানকে হারাল ১-০। তবে ম্যাচের শেষ দিকে রবিন ফান পার্সির গোল না হলে স্যর অ্যালেক্স ফার্গুসনের দল ম্যাচটা হেরেও যেতে পারত। অন্য দিকে, ইস্টল্যান্ডে এফএ কাপ ফাইনালের মহড়ায় কার্লোস তেভেজের গোলে জয় পেল সিটি। এই দুই ম্যাচের পর অবস্থা যা দাঁড়াল, তাতে ইউনাইটেড ও সিটির ফারাক আপাতত ১৩ পয়েন্টের। ফলে পরের রাউন্ডের আগে ২০তম লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার কোনও উপায়ই নেই ম্যান ইউয়ের। তাও যদি রবিবার টটেনহামে গিয়ে সিটি হারে ও সোমবার ইউনাইটেড অ্যাস্টন ভিলাকে হারাতে পারে, তবেই। কোনও রকমে হার বাঁচালেও স্যর অ্যালেক্স ফার্গুসন মচকাতে রাজি নন। ড্রয়ের পর বলেন, “আমরা দু’বার পিছিয়ে পড়েও হারিনি। আজ আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি। আর একটা ম্যাচ। তার পরেই আমরা সেরার শিরোপা পাব। এই নিয়ে কোনও সন্দেহ নেই।” ম্যান ইউ এ দিন শুরুতে এক গোলে পিছিয়ে পড়ার পর আন্তোনিও ভ্যালেন্সিয়ার গোলে সমতা ফেরায়। শেষে ফান পার্সির গোলে মান বাঁচে।

আই লিগের দিকে মহমেডান
সুব্রত ভট্টাচার্যকে ফের টেক্কা সঞ্জয় সেনের। বৃহস্পতিবার সাদার্ন সমিতিকে ১-০ গোলে হারিয়ে আই লিগ খেলার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মহমেডান। ম্যাচের একমাত্র গোলটি করেন চার্লস পেনাল্টি থেকে। লিগ তালিকায় এখন ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মহমেডান-ই। পরিস্থিতি যা, তাতে বাকি তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিশ্চিত করতে পারলেই আই লিগের দরজা খুলে যাবে মহমেডানের। বেঙ্গালুরু থেকে সাদা-কালো কোচ সঞ্জয় সেন বলছিলেন, “যদি আই লিগে উঠতে পারি, সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।” মহমেডান জিতলেও আটকে গেল ভবানীপুর। লাংসিং এফসি-র সঙ্গে ৩-৩ ড্র করল ব্যারেটোর দল।

প্রাক্তন বিশ্বসেরাকে হারালেন সিন্ধু
এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বড়সড় অঘটন ঘটিয়ে বসলেন সাইনা নেহওয়ালের শহরের উদীয়মান তারকা পুসারলা বেঙ্কট সিন্ধু। ১৭ বছরের হায়দরাবাদী এ দিন বিশ্বের প্রাক্তন এক নম্বর চিনা মেয়ে শিজিয়ান ওয়াংকে অপ্রত্যাশিত ভাবে হারিয়ে চলে গেলেন শেষ আটে। ক’দিন আগেও বিশ্বের এক নম্বরে থাকা ওয়াং আপাতত বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ছ’নম্বরে। সেখানে সিন্ধুর র‌্যাঙ্কিং ষোলো। কোর্টে দু’জনের এটাই ছিল প্রথম মোলাকাত। এবং প্রথম গেম ওয়াং ২১-১৫ জেতার পর টুর্নামেন্টে অবাছাই সিন্ধু এমন ঘুরে দাঁড়াবেন, সেটা ভাবা যায়নি। কিন্তু এক ঘণ্টার উপর লড়াই চালিয়ে সিন্ধু শেষ পর্যন্ত ম্যাচ বের করে নিলেন ১৫-২১, ২১-১৪, ২২-২০। এই টুর্নামেন্টে খেলছেন না সাইনা। তাই ভারতের আশা এখন সিন্ধুকে কেন্দ্র করেই।

এভারেস্টের পথে বেলডাঙার মেয়ে
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় থেকেই পাহাড় তাঁকে টানত। তখন থেকেই পাড়াগাঁয়ের ছোট্ট মেয়েটির ইচ্ছা, এভারেস্টে উঠবে। সেই স্বপ্নই সত্যি হওয়ার পথে। বেলডাঙার বেগুনবাড়ির দত্তপাড়ার বাসিন্দা বছর পঁচিশের মণিদীপা দত্ত এভারেস্টের বেসক্যাম্প পেরিয়ে গেলেন। সঙ্গী তাঁর জামাইবাবু, পুলিশ কর্মী উজ্জ্বল রায়। মণিদীপার মা অঞ্জলিদেবী বলেন, “ছোট থেকেই পাহাড়ে যাওয়ার ব্যাপারে ওর আগ্রহ ছিল। ২০০৬ সালে ও পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে ট্রেকিং করেছিল। তারপর থেকেই মন পড়ে রয়েছে পাহাড়ে।” তবে, স্বপ্ন পূরণের পথে তার বাধা ছিল অভাব। এভারেস্টে উঠতে দরকার অন্তত ১৫ লক্ষ টাকা। তাঁর জামাইবাবু কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের পক্ষ থেকে টাকার জোগাড় করায় মার্চের শেষে এভারেস্টে পাড়ি দেয় মণিদীপা। এভারেস্টে ওঠার পথে রোমাঞ্চিত সে। টেলিফোনে বলেন, “বেলডাঙার মেয়ে হয়ে এভারেস্টের চূড়ায় উঠে দেশের পতাকা ওড়াবো।” তাঁর দিদি জাহ্নবী রায় বলেন, “দু’দিন আগে ওরা বেসক্যাম্প পেরিয়েছে।”

বিশ্বকাপ চায় পাকিস্তান
বিশ্বকাপ করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১৮-র বিশ্বকাপের জন্য আইসিসি-র কাছে আবেদনও জানিয়েছে । ১৯৯৬-এ ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। ১৯৮৭-তেও ভারতের সঙ্গে যুগ্ম আয়োজকের ভূমিকায় ছিল। কিন্তু ’৯৬-এর পর থেকে আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি সে দেশে। পিসিবি-র চিফ অপারেটিং অফিসার সুভান আহমেদ বলেছেন, “আইসিসি-র সব পূর্ণ সদস্যই যখন বড় ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে, তখন আমরাই বা পাব না কেন?” কিন্তু শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতেও রাজি নয় বাদবাকি ক্রিকেট বিশ্ব। ১৪ দেশের বিশ্বকাপ কী করে পাকিস্তানে হবে, সেটাই বড় প্রশ্ন।

আয়ে এক নম্বরে রিয়াল
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সরিয়ে এক নম্বরে বসে পড়ল রিয়াল মাদ্রিদ। ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে দামি ফুটবল দলের তালিকায় এখন এক নম্বরে তারাই। বার্সেলোনা তিন নম্বরে। এই তালিকায় চারে আর্সেনাল ও পাঁচে বায়ার্ন মিউনিখ। সবচেয়ে বেশি আয়ের বিচারে রিয়ালকে এক নম্বরে রেখেছে ফোর্বস। রোনাল্ডোর ক্লাবের আয় ৩৩০ কোটি ডলার। টিভি স্বত্ব, টিকিট বিক্রি, মিডিয়া থেকে আয়, লাইসেন্সিং বাবদ আয়, মার্চেন্ডাইজিং ও নানা ভাবে আসা আয়ের হিসেবে এই তালিকা তৈরি হচ্ছে ২০০৪ থেকে। প্রথম বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছিল এক নম্বরে। এ বার হিসেবটা পাল্টে গিয়েছে। ম্যাঞ্চেস্টারের ২০৭ কোটি ডলারের চেয়ে বেশ এগিয়ে রিয়াল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই গুল
ডান পায়ের হাঁটুতে চোট। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হয়ে নামা হচ্ছে না তারকা পেসার উমর গুলের। অস্ট্রেলীয় চিকিৎসক আলেকজান্দার ডেভিড ইয়ং জানিয়েছেন, গুলের হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন। হাঁটুর ব্যথার জন্য গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দু’টি ওয়ান ডে-তে খেলতে পারেননি তিনি। তখন থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন। অবশেষে জানা গেল, মে-র প্রথম সপ্তাহে অস্ত্রোপচার হবে গুলের হাঁটুতে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না তাঁর।

রাহির সম্মান
ক’দিন আগে দক্ষিণ কোরিয়ায় ইতিহাস গড়েছিলেন। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ থেকে সোনা জিতে। সেই সোনার মেয়ে রাহি সার্নোবাতকে তাঁর কীর্তির জন্য বিশেষ সম্মান জানাচ্ছে মহারাষ্ট্র সরকার। পিস্তল ইভেন্টে সোনাজয়ী বাইশ বছরের শ্যুটারকে এক কোটি টাকা দেওয়া হবে। সঙ্গে সরকারি চাকরির প্রস্তাব। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ রাজ্য বিধানসভায় আজ এই ঘোষণা করেছেন। জানিয়েছেন, পুরস্কারের এক কোটি টাকা পনেরো দিনের মধ্যেই সার্নোবাতের হাতে তুলে দেওয়া হবে।

অন্য খেলায়
সাউথ পয়েন্ট হাই স্কুল ও আলেখিন চেস ক্লাবের উদ্যোগে এম পি বিড়লা স্মারক কোষ আন্তঃস্কুল দাবা শনিবার, ২০ এপ্রিল। এক দিনব্যাপী টুর্নামেন্ট শুরু সকাল সওয়া ন’টা থেকে। প্রধান অতিথি গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.