টুকরো খবর
টেন্ডার বিতর্ক নারায়ণগড়ে
দরপত্র জমা দেওয়ার শেষ দিনটি হল ছুটির দিন! আবার দরপত্র খোলার দিনটিও ছুটির! একশো দিনের কাজের প্রকল্পে নারায়ণগড়ের মকরামপুর গ্রাম পঞ্চায়েতের এমন নোটিস ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ, টেন্ডার পাইয়ে দিতেই এই ধরনের পরিকল্পনা করেছিল গ্রাম পঞ্চায়েত। তদন্ত শুরু হয়েছে। নারায়ণগড়ের যুগ্ম বিডিও অনির্বাণ মজুমদার বলেন, “গাফিলতি ধরা পড়লে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” গত ৭ মার্চ মকরামপুর পঞ্চায়েত টেন্ডার নোটিস দেয় গার্ডওয়াল, কালভার্ট সংস্কার, মোরাম রাস্তা তৈরি-সহ ১১টি কাজের জন্য। ব্যয় বরাদ্দ ছিল প্রায় সাড়ে ৫৭ লক্ষ টাকা। দরপত্রে অংশগ্রহণের জন্য আবেদন করার সময় ছিল ৭-২২ মার্চ। আবেদনপত্র সংগ্রহের সময় দেওয়া হয় ২৫ তারিখ পর্যন্ত। ২৩ তারিখ ছিল শনিবার ও ২৪ তারিখ রবিবার। দু’দিনই অফিস বন্ধ। আর দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৭ মার্চ অর্থাৎ দোলের দিন দুপুর একটা পর্যন্ত। ওই দিনও ছিল ছুটি। মুখবন্ধ দরপত্র খোলার সময় ছিল ২৭ মার্চ বেলা দু’টো। বিতর্ক বাধলে তড়িঘড়ি দরপত্র খোলার সময় পিছিয়ে ৩০ মার্চ করা হয়।

রাস্তার সংস্কার চেয়ে অবরোধ
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন ডেবরা থানা এলাকার হরিপুর গ্রামের মানুষ। বৃহস্পতিবার সকালে প্রায় দু’ঘণ্টা ধরে অবরোধ চলে। ফলে মেদিনীপুর-সবং, মেদিনীপুর-পিংলা, ময়না ও পটাশপুর রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। ডেবরা-সবং রাস্তা সংস্কারের জন্য কয়েক মাস আগেই অর্থ বরাদ্দ করেছিল সরকার। সেন্ট্রাল রোড ফান্ড থেকে রাস্তা সংস্কারের জন্য ১০৪ কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার। রাস্তার কাজও শুরু হয়। অভিযোগ, ঠিকাদারের কাছে টাকা চেয়ে নানা ভাবে চাপ সৃষ্টি করতে থাকে স্থানীয় কিছু দুষ্কৃতী। ঠিকাদার কাজ ছেড়ে চলে যান। ফলে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। রাস্তাটি এমনিতেই খারাপ ছিল। যত দিন যাচ্ছে ততই বেহাল হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

জমি হস্তান্তর
কৃষি বিপণন দফতরের নিজস্ব ভবনের জন্য ৫ ডেসিমেল জায়গা দেওয়া হল মেদিনীপুরের নরমপুর মৌজায়। বৃহস্পতিবার জমি হস্তান্তরের পর এলাকা ঘুরে দেখেন কৃষি বিপণন দফতরের জেলা আধিকারিক ব্রজেন সরকার। তাঁর কথায়, “কৃষি বিপণন ভবন গড়ে তুলতেই দফতর জমি পেল।” এখন মেদিনীপুরের মিত্র কম্পাউন্ডে ভাড়া বাড়িতে দফতর চলে।

খালের ধারে বন্দুক
শালবনির বাঁশবাদির খালের ধারে একটি দেশি বন্দুক মিলল বৃহস্পতিবার। বন্দুকটি মাটিতে পোঁতা ছিল। বৃষ্টি হতেই মাটি সরে যায়। তখনই স্থানীয়রা বন্দুকের কিছুটা অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সঙ্গে এক রাউন্ড গুলিও পাওয়া গিয়েছে। বন্দুকটি কারা রেখেছিল, খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বন্দুকটি মাওবাদীদের হতে পারে।

সেচ দফতরে দাবি
অস্থায়ী কর্মীদের আগে স্থায়ী করতে হবে। তার আগে অন্য জেলার যুবকদের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা যাবে না। এই দাবিতে বৃহস্পতিবার সেচ দফতরের সুপারিন্টেডিং ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দিল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (পশ্চিমবঙ্গ)। সংগঠনের জেলা সম্পাদক সুব্রত সরকার বলেন, “আমরা জানতে পেরেছি, দফতরে ফের অস্থায়ী কর্মী নিয়োগের তোড়জোড় হচ্ছে। অথচ, দীর্ঘদিন যাঁরা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন, তাঁদের স্থায়ীকরণের ব্যবস্থা হচ্ছে না। আশা করি, কর্তৃপক্ষ দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.