টুকরো খবর
হাতি হানায় মৃত্যু রানিবাঁধে
হাতি পিষে মারল এক ব্যক্তিকে। বৃহস্পতিবার দুপুরে রানিবাঁধ থানার তালগোড়া গ্রামের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম সত্যপদ সর্দার (৪৮)। পেশায় দিনমজুর ওই ব্যক্তির বাড়ি রানিবাঁধে। ডিএফও (বাঁকুড়া দক্ষিণ) সুধীরচন্দ্র দাস বলেন, “পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ির জঙ্গল থেকে এ দিন ভোরে ওই হাতিটি রানিবাঁধের জঙ্গলে ঢুকে পড়ে। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বনকর্মীদের হাতিটির গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে।” বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতিটিকে প্রথম দেখা যায় কাটিয়ামের জঙ্গলে। দুপুর ডুমরি, রাজাকাটা হয়ে হাতিটি তালগোড়ার জঙ্গলে ঢুকে পড়ে। আশেপাশের কয়েকটি গ্রামের বেশকিছু মানুষ তার পিছু ধাওয়া করে। তাঁদের মধ্যে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ হাতিটি মেজাজ হারিয়ে জনতার দিকে ধেয়ে আসে। পালাতে গিয়ে সত্যপদবাবু পড়ে যান। হাতিটি সামনে পেয়ে তাঁকে পিষে দেয়। মৃতের ছেলে দোলগোবিন্দ সর্দারের আক্ষেপ, “বাবা হাতি দেখতে গিয়েছিল। কাছাকাছি চলে যাওয়াটাই বাবার কাল হল।” বাসিন্দাদের উদ্দেশে ডিএফও বলেন, “হাতিরা লোকালয়ে চলে এলে উত্যক্ত করা উচিত নয়। তাতে বিপদ বাড়ার আশঙ্কা থাকে।”


মা-র সঙ্গে সাদা সিংহের বাচ্চা। ফ্রান্সের চিড়িয়াখানায়। ছবি: এএফপি

পুকুরে মরা মাছ, উত্তেজনা হাজোয়
‘পবিত্র’ পুকুরে মরা মাছ ভেসে ওঠায় উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে কামরূপের হাজোয়। হাজোর সুপ্রাচীন হয়গ্রীব মাধব মন্দিরে ওঠার সিঁড়ির উল্টোদিকে রয়েছে বিষ্ণু পুখুরি। ভক্তরা এই পুকুরের মাছ ও কচ্ছপদের ঈশ্বরজ্ঞান করে। তাই এখানকার মাছের মৃত্যু অমঙ্গল হিসেবে গণ্য করা হয়। আজ সকালে দেখা যায়, পুকুরের জলে মরা মাছ ভাসছে। শতাধিক মাছ ভেসে ওঠায় শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে, পুকুরের জলে বিষ মেশানো হয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা ও মীন বিভাগের বিজ্ঞানীরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষ ছড়ানো নয়, ভক্তির আতিশয্যে জলদূষণ হয়েই মাছেদের মৃত্যু হয়েছে। তবে, এখনও পুকুরের কোনও কচ্ছপের মৃত্যুর খবর আসেনি। বিজ্ঞানীরা বলছেন, ছোট পুকুরের মধ্যে প্রতিদিন যে ভাবে ফুল, সিঁদুর, পলিথিন, পয়সা ও নানা ধরণের পুজা সংক্রান্ত সামগ্রী ফেলা হয় তাতে জলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, পুকুরের জল দূষণমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলদূষণের সমস্যা পাকাপাকিভাবে মেটাতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে।

হাতির হানায় ক্ষতি
লোকালয়ে দু’টি হাতি ঢুকে পড়ায় বুধবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ায় শালবনি থানার গড়মালে। হাতির হানায় ফসলের ক্ষতি হয়েছে। রেসিডেন্সিয়াল হাতি দু’টি খাবারের খোঁজে লোকালয়ে ঢুকেছিল বলে অনুমান। স্থানীয়রা তাদের মৌড়ার জঙ্গলের দিকে তাড়িয়ে দেন।

দায়ের কোপ
জোরে গান বাজানোর প্রতিবাদ করায় দা দিয়ে কোপ মারা হল শম্পা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলাকে। বৃহস্পতিবার হাবরার কামারথুবা এলাকার ঘটনা। শম্পাদেবীর অভিযোগ, প্রসেনজিৎ কুণ্ডুর বাড়িতে প্রায়ই জোরে গান বাজানো হয়। তাঁর ছেলের পড়ার অসুবিধা হত। এ দিন প্রতিবাদ করলে প্রসেনজিৎরা তাঁর উপরে চড়াও হন।

ময়ূরী উদ্ধার
একটি ময়ূরী উদ্ধার হয়েছে খাতড়ার কুড়ুলপাহাড়ি গ্রামে বুধবার সন্ধ্যায়। বনকর্মীরা ময়ূরীটিকে উদ্ধার করে বৃহস্পতিবার স্থানীয় কেশিয়ার জঙ্গলে ছেড়ে দেন।

দুর্যোগের বলি

প্রাণহীন: বুধবার সন্ধের ঝড়-বৃষ্টিতে মারা
গেল উটও। কেশপুর এলাকায়।—নিজস্ব চিত্র


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.