টুকরো খবর
সদাইপুরে মন্দিরে চুরি
দিনের আলোয় শতাব্দী প্রাচীন কৃষ্ণ মন্দিরের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটল সদাইপুর থানা এলাকার চিনপাইয়ের গোবিন্দচাঁদ মন্দিরে। ওই গ্রামে এটাই প্রথম চুরি নয়। বছর দেড়েকের মধ্যে গ্রামেরই প্রাচীন কালী মন্দিরে পরপর চারবার চুরি হয়েছে। এখনও পর্যন্ত কোনও চুরির কিনারা হয়নি। স্বভাবিক ভাবে এলাকায় ক্ষোভ রয়েছে। ফের মন্দিরে চুরি হওয়ায় এলাকাবাসী শীঘ্রই আপরাধীদের ধরার দাবি জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের পোস্টঅফিস সংলগ্ন এলাকায় থাকা ওই কৃষ্ণ মন্দিরটিকে এলাকার মানুষ গোবিন্দচাঁদ মন্দির বলেই চেনেন। মন্দিরে রয়েছে মদনমোহন, রাধারানী, গোবিন্দ-সহ ৬টি নিম কাঠের বিগ্রহ। গ্রামের বন্দ্যোপাধ্যায় ও মুখোপাধ্যায়দের বেশ কয়েকটি পরিবার ওই মন্দিরের সেবাইত। বুধবার সন্ধ্যায় আরতি দেখতে আসা গ্রামের কিছু মহিলা দেখেন মন্দিরের দরজা ভাঙা। সেবাইত আনিমেষ মুখোপাধ্যায়, কাঞ্চন বন্দ্যোপাধ্যায়রা জানান, রূপোর ৬টি বাঁশি, মুকুট ও অন্যান্য অলঙ্কার এবং বাসনপত্র চুরি গিয়েছে। রাতেই গ্রামে পুলিশ আসে। চুরির কিনারা করতে সাধ্যমতো চেষ্টা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

বধূর মৃত্যু, ধৃত
এক বধূকে নির্যাতন করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। সোমবার হাসপাতালে পার্বতী মণ্ডল নামের এক বধূর মৃত্যু হয়। বধূটির বাবার অভিযোগে পুলিশ বুধবার তাঁর স্বামী বুদ্ধদেব মণ্ডল,শ্বশুর কুলিন মণ্ডল ও শাশুড়ি আশালতা মণ্ডলকে গ্রেফতার করে। এ দিন আদালতে তোলা হলে, বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিয়েছেন। বধূটির বাবা বোলপুর থানার উত্তরনারায়ণপুর কলোনির বাসিন্দা নেপাল তালুকদারের অভিযোগ, পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা তাঁর মেয়েকে নির্যাতন করত। ওদের অত্যাচারেই মেয়ে আত্মহত্যা করে।

খুনের অভিযোগ
এক রিকশা চালককে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, সিউড়ি বাজারপাড়ার বাসিন্দা মিঠু শেখ নামে অভিযুক্ত ওই যুবক পলাতক। পয়লা বৈশাখ রিকশা চালক চুড়িপাড়ার বাসিন্দা জিতেন দাস (৩৬) মদ্যপ অবস্থায় থাকা মিঠু শেখকে গন্তব্যে পৌঁছে দিতে রাজি হননি। তখন মিঠু মদের বোতল দিয়ে জিতেনবাবুর মাথায় আঘাত করে বলে অভিযোগ। বুধবার হাসপাতালে তিনি মারা যান। এর পরেই মিঠুর বিরুদ্ধে খুনের অভিযোগ হয়। রোগীকে নিয়ে ব্যস্ত থাকায় ঘটনার দিন অভিযোগ করতে পারেননি বলে জিতেনবাবুর পরিবারের তরফে জানানো হয়েছে।

বেনিয়মের নালিশ
পড়ুয়ার সংখ্যা বেশি দেখিয়ে মিড-ডে মিলে বেনিয়ম করা হচ্ছে। নলহাটি থানার খুকুড়া শিশু শিক্ষকেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগে বিডিও-র দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা। নলহাটি ১ বিডিও তাপস বিশ্বাস বলেন, “সংশ্লিষ্ট সুপারভাইজরের কাছে এ ব্যাপারে রিপোর্ট চাওয়া হয়েছে।” ওই শিশু শিক্ষাকেন্দ্র থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

জন্মদিন পালন
তাঁর বিষয়ে আলোচনা, প্রতিকৃতিতে মাল্যদান ও সাংস্কৃতিক আনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার দুবরাজপুর পুরসভার সভাকক্ষে অম্বেডকরের ১২৩তম জন্মদিন পালিত হয়। উদ্যোক্তা দুবরাজপুরের অম্বেডকর মেমোরিয়াল কমিটি।

সিদ্ধান্তে অনড়
অকৃতকার্যদের কৃতকার্য বলে ধরা হবে না। বোলপুর পূর্ণীদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। উপাচার্য স্মৃতিকুমার সরকার বলেন, “ওই কলেজের সিদ্ধান্ত মানব না। ২৯ জন অকৃতকার্যদের কৃতকার্য বলে ধরবও না।” অকৃতকার্যদের জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

ঝুলন্ত দেহ
শ্বশুরবাড়ি থেকে বুধবার এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম অপর্ণা রায় (৩৫)। সাঁইথিয়ার ছত্রিপাড়ার ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.