বারাক ওবামা এবং মার্কিন সেনেটর রজার উইকারকে রাইসিন বিষ মাখানো চিঠি পাঠানোর ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করল এফবিআই। ধৃতের নাম পল কেভিন কার্টিস। বুধবার ৪৫ বছরের কার্টিসকে করিন্থে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তবে এফবিআই জানিয়েছে, ওবামাকে রাইসিন বিষ মাখানো চিঠি পাঠানোর সঙ্গে বস্টন বিস্ফোরণের কোনও সম্পর্ক নেই। বস্টন বিস্ফোরণের ২৪ ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউসের ঠিকানায় এসে পৌঁছয় রাইসিন বিষ মাখানো চিঠি। আর এক সেনেটর কার্ল লেভিন জানিয়েছিলেন, তাঁর মিশিগানের অফিসেও একটি সন্দেহজনক চিঠি এসেছে। এফবিআইয়ের পাশাপাশি ঘটনার তদন্তে নামে মার্কিন পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। এই বিষ মাখানো চিঠি-কাণ্ডের পরেই হোইাইট হাউসের সমস্ত কর্মীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
|
লন্ডনের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মুখপত্র ‘দ্য পার্লামেন্টারিয়ান’-এর আগামী সংখ্যায় শিশুশ্রম নিয়ে কোনও ভারতীয় সাংসদের নিবন্ধ লেখার অনুরোধ এসেছিল। স্পিকার বেছেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণবাবু তাঁর লেখায় তথ্য দিয়ে দেখিয়েছেন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের তুলনায় এখন ভারতেই শিশু শ্রমিক বেশি। দশ বছরে সংখ্যাটা বাড়েনি। পশ্চিমবঙ্গের প্রশংসা করে কল্যাণবাবু জানান, ‘মুখ্যমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে জাতীয় শিশু শ্রম প্রকল্পের অধীনে ১৯ জেলাতেই কাজ হচ্ছে।’ |