অতিরিক্ত চাঁদা না দেওয়ায় লরির চালক ও খালাসিকে মারধরের অভিযোগ উঠেছে অঙ্গদপুরে। বুধবার রাতে ঘটনাটি ঘটে। দু’জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার চালককে ছেড়ে দেওয়া হলেও খালাসি এখনও ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসন্তী পুজো উপলক্ষে বুধবার রাতে লরি আটকে চাঁদা তুলছিল কয়েক জন। তখনই ওই লরির চালক রাজু সিংহ ও খালাসি সুনীল রাই চাঁদা দিতে অস্বীকার করেন। দু’পক্ষের বচসা বাধে। চালকের অভিযোগ, ওই যুবকেরা তাঁদের উপর লাঠি নিয়ে চড়াও হন। টহলদার পুলিশ এলে ওই যুবকেরা পালায়। পুলিশ ও এলাকার কয়েক জন আহত দু’জনকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বৃহস্পতিবার ছাড়া পেয়ে কোকওভেন থানায় অভিযোগ করেন রাজুবাবু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি ক্লাব জোরজুলুম করে কয়েক দিন ধরেই চাঁদা তুলছে। ওই যুবকেরা তৃণমূলের কর্মী-সমর্থক বলেও তৃণমূলেরই একটি সূত্রে জানা যায়। স্থানীয় আইএনটিটিইউসি নেতা অশোক দত্ত তাঁদের মদত দেন বলেও অভিযোগ। অশোকবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করে জানান, দল বা সংগঠনের কেউ ঘটনায় জড়িত নয়। তিনি বলেন, “উপযুক্ত তদন্ত করে পুলিশের কাছে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।” দুর্গাপুরের সিটু নেতা তথা প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী জানান, ওই এলাকায় চাঁদার জুলুম আগেও ছিল। তাঁর দাবি, “আমরা দলের তরফে নজর রাখতাম। কিন্তু বর্তমান শাসক দলের নেতারা দায় এড়িয়ে যাচ্ছেন। যা দুর্ভাগ্যজনক।”
|
ঠিকাকর্মীদের নূন্যতম বেতন-সহ বেশ কিছু দাবিতে বিদ্যুৎ পর্ষদের রানিগঞ্জ কার্যালয়ে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের রানিগঞ্জ শাখা। ঠিকাকর্মীদের নূন্যতম মজুরি মিলছে না বলে সংগঠনের শাখা সম্পাদক বাবু দত্তের অভিযোগ। মাসিক সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে কাজ করানো হচ্ছে। কিন্তু পিএফ অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ঠিকাকর্মীদের নামে টাকাই জমা পড়ছে না। ইএসআইয়ের কোনও সুযোগও মিলছে না বলে তিনি দাবি করেন। ‘পার্টটাইম সুইপারদের’ বেতন দেওয়া হচ্ছে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে। ‘কল ফরোয়ার্ডিং অপারেটর’দের প্রতিমাসে বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। কখনও কখনও দু’মাস, তিনমাস পর পর বেতন পাচ্ছেন তাঁরা। ঘণ্টা খানেক বিক্ষোভ দেখানোর পরে একটি দাবিপত্র বিদুৎ পর্ষদের রানিগঞ্জ শাখার সহকারী বাস্তুকারের হাতে তুলে দেন তাঁরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবিপত্র পাঠিয়ে দেওয়া হবে বলে জানান সহকারী বাস্তুকার চন্দনা বসাক।
|
দিনের পর দিন পর্যাপ্ত পানীয় জল মিলছে না, এই অভিযোগে বিক্ষোভ দেখালেন আসানসোল পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি স্মারকলিপিও দেন তাঁরা। তাঁদের অভিযোগ, ওয়ার্ডের খুব কম এলাকায় পাইপের মাধ্যমে জল সরবরাহ হয়। তা-ও পর্যাপ্ত নয়। ঘাঘরডাঙা, ভুঁইয়াপাড়া, চিষবস্তি, নবপল্লি, মিস্ত্রিপাড়া এলাকায় জলের পাইপ নেই। গরমে অনেক পুকুর শুকিয়েছে, কুয়োর জলস্তরও নেমে গিয়েছে। ফলে পানীয় জলের ন্যূনতম প্রয়োজন মেটাতেও হিমশিম বাসিন্দারা। তাঁদের দাবি, পুরসভা ট্যাঙ্ক করে জল দেওয়ার ব্যবস্থা করুক। দ্রুত ব্যবস্থার আশ্বাস দেন মেয়র।
|
অর্থমন্ত্রী অমিত মিত্রের উপর হামলার প্রতিবাদে এবং এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে চাকদোলা মোড় থেকে বাহাদুরপুর পর্যন্ত মিছিল করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতি জামুড়িয়া চক্র ২। জামুড়িয়ার বিডিওকে একটি দাবিপত্রও তুলে দেন তাঁরা।
|
দুর্গাপুরের নডিহায় একটি বেসরকারি বি এড কলেজের দশম বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল বুধবার। কলেজের পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
|
বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলা ইটভাটা কর্মীর। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার চাকদোলার একটি ইটভাটায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মঞ্জু বাস্কি (২৯)।
|
প্রায় ১৫ টন চোরাই কয়লা বাজেয়াপ্ত করল কুলটির পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় ধরা পড়েছে দু’জন। পুলিশ জানায়, নিয়ামতপুরে বন্ধ সাবান করাখানায় এই লরি ভর্তি কয়লা মজুত ছিল। |