আবার গান চালু হল হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
রোগীদের মনোরঞ্জনের জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে ফের চালু হল মিউজিক সিস্টেম। এতে সকাল-সন্ধ্যা রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি শোনানো হচ্ছে। পাশাপাশি রোগীর পরিজনদের খুঁজে বের করতে ব্যবহার করা হচ্ছে ওই সিস্টেম। বাংলা নববর্ষের দিন থেকে ওই পরিষেবা চালু হয়েছে। ৩ বছর আগে বিধায়ক অশোক মণ্ডলের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় হাসপাতালে প্রথম মিউজিক সিস্টেম চালু করা হয়। কিন্তু বছর না ঘুরতে বিকল হয়ে যায়। রোগীর পরিবারের লোকজন বিভিন্ন সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওই ব্যবস্থা চালু করার আবেদন জানান। রোগীকল্যাণ সমিতির বরাদ্দে নতুন ভাবে মিউজিক সিস্টেম চালু হয়। সমিতির সভাপতি মহকুমাশাসক অগাস্টিন লেপচা এই দিন বলেন, ‘‘পরিবারের লোকজনের দাবি মেনে ওই ব্যবস্থা করতে সমিতির তহবিল থেকে খরচ করা হয়েছে।” মহকুমা হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার উজ্জ্বল আচার্য বলেছেন, “মিউজিক সিস্টেম চালু হওয়ায় একঘেয়েমি কাটবে। হঠাৎ দরকার পড়লে রোগীর আত্মীয়কে ডেকে নিতে সুবিধা হচ্ছে।”
|
খড়্গপুর লোকাল থানার কৃষ্ণনগর দিশারী ক্লাবের উদ্যোগে বুধবার রক্তদান শিবির হল। শিবিরে ৫৪ জন রক্তদান করেন। ক্লাবের সম্পাদক অসীমকুমার দে ও সভাপতি শক্তিপদ মাইতি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। |