|
|
ডাকঘরের নিজস্ব গৃহ |
হুগলি জেলার শ্রীরামপুরের মশাট সাব পোস্ট অফিস অন্তর্গত বাঁদপুর ব্রাঞ্চ ডাকঘর দীর্ঘকাল ধরে একজনের বাড়িতে চলছে। অথচ বাঁদপুর ব্রাঞ্চ পোস্ট অফিসে কাজের চাপ বেড়েছে, বেড়েছে কাজের এলাকা। বেড়েছে টেবিল-চেয়ার ফাইলপত্র। প্রয়োজন একটি প্রশস্ত ঘর। নিজস্ব ছোট্ট ভবন। বেশ কয়েক বার জানলা ভেঙে চুরিও হয়েছে। নেই বিদ্যুতের ব্যবস্থাও। হুগলি জেলা সুপারিটেন্ডেন্ট অফ পোস্ট অফিস এবং স্টেট পোস্ট মাস্টার জেনারেল উদ্যোগ গ্রহণ করলে স্থানীয় মানুষ বিনামূল্যে ডাকঘর বিভাগের জন্য জমি দিতে রাজি আছেন। ডাকঘর বিভাগের তৎপরতা আশা করছি। |
আব্দুল ফতেহ কামরুদ্দিন। চাঁদবাটি, হুগলি।
|
ভূমি দফতরের দৈন্যদশা ঘুচুক |
হুগলি জেলার পুরশুড়া ব্লকে বৈকুন্ঠপুর গ্রামে ভাঙাচোরা রাজস্ব পরিদর্শকের অফিস। ১৯৮৯ সাল থেকে এই অফিস চালু হলেও বাড়ির মালিক অদ্যবধি বাড়ি ভাড়া বাবদ কোনও অর্থ পাচ্ছেন না। এমনকী অফিসের বৈদ্যুতিকরণের খরচও অফিসের কর্মচারীদের বহণ করতে হচ্ছে। এ ব্যাপারে ব্লক ভূমি আধিকারিক নীরব। অফিসের দৈন্যদশা রোধে জেলা ভূমি সংস্কার আধিকারিককে সত্বর ব্যবস্থা নিতে অনুরোধ করছি। |
শান্তা ভৌমিক। তারকেশ্বর, হুগলি।
|
রাস্তার সারানো দরকার |
উদয়নারায়ণ ব্লকের ভবানীপুর ঘোষপাড়া বাসস্ট্যান্ড থেকে বিধিচন্দ্রপুর জমিদার বাড়ি যে পাকা রাস্তাটি আছে, সেটি বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। ভারি যানবাহন চলাচলের জন্যে অবস্থা আরও শোচনীয়। এই রাস্তার পাশে একটি মাধ্যমিক, একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং উপ-স্বাস্থ্যকেন্দ্র, ডাকঘর ও গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। ফলে প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করছি। |
নিমাই আদক। সোনাতলা, উদয়নারায়ণপুর।
|
মদের ঠেক বন্ধ হোক |
উদয়নারায়পুর থানার অন্তর্গত রাজাপুর (সিংটি) বাসস্ট্যান্ডে অবিলম্বে মদের ঠেক বন্ধ করা হোক। এলাকার পরিবেশে প্রভাব পড়ছে। |
সুনীল ঘোষ। ঘোলা, হাওড়া।
|
চিঠি পাঠানোর ঠিকানা:
আনন্দবাজার পত্রিকা
(জেলা দফতর)
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট। কলকাতা-৭০০০০১। |
|
|