টুকরো খবর
দুর্নীতি, থমকে রাস্তা সংস্কার
নিয়মমাফিক কাজ না হওয়ার অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিল কংগ্রেস। বুধবার সকালে ভরতপুরের নতুন রাস্তার মোর থেকে আমলাইয়ের লোহাদহ ঘাট পযর্ন্ত রাস্তার কাজ বন্ধ করে দেয় ভরতপুর ১ নম্বর ব্লক কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, আরআইডিএফ প্রকল্পে নতুন রাস্তার মোর থেকে লোহাদহ পর্যন্ত দশ কিমি রাস্তা সংস্কার ও রাস্তা চওড়া করার কাজে প্রায় সাত কোটি টাকা বরাদ্দ হলেও কাজ ঠিকমতো হচ্ছেনা। রাস্তার পুরনো পিচের চাদর ও পাথর সরিয়ে নতুন করে পাথর বিছিয়ে রাস্তা তৈরি করার নিয়মও মানা হচ্ছে না। পূর্ত দফতরের (সড়ক বিভাগ) অধীনে ওই কাজ হচ্ছে। অথচ পূর্ত দফতরের কর্তারা কাজ ঠিকমতো তদারকি করছেন না বলে অভিযোগ। ভরতপুর ১ নম্বর ব্লকগ কংগ্রেস কমিটির সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, “প্রয়োজনের তুলনায় অনেক কম কাঁচামাল ব্যবহার করে নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে। তাই বাধ্য হয়ে কাজ বন্ধ করেছি।” এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পূর্ত দফতরের (সড়ক) কান্দি মহকুমার অ্যাসিস্টান্ট ইঞ্জিনীয়ার প্রবীর বাগচী বলেন, “নিয়ম মেনেই রাস্তা তৈরি হচ্ছে। আমি ছাড়াও দফতরের অন্যান্য কর্মীরা ওই কাজ তদারকি করছে।”

পুড়িয়ে মারার নালিশ
এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতার নাম স্বাতী দাস (২৩)। বাড়ি চাপড়ার দৈয়েরবাজার এলাকায় বাসিন্দা। সোমবার রাতে অগ্নিদগ্ধ ওই মহিলাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার মা সবিতা মণ্ডল জামাই অজয় দাস-সহ মোট ছ’জনের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযুক্তরা বেপাত্তা। পুলিশ সূত্রের খবর, বছর তিনেক আগে তেহট্টের চাঁদেরঘাটের বাসিন্দা স্বাতীদেবীর বিয়ে হয় চাপড়ার অজয় দাসের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর উপর নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকজন। শেষমেশ এ দিন রাতে মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে বলে নালিশ জানিয়েছেন সবিতাদেবী।

পুরসভার মানবিক মুখ
মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে রাস্তা থেকে তুলে বুধবার হাসপাতালে ভর্তির ব্যাপারে উদ্যোগী হয় বহরমপুর পুরসভা। পুরপ্রধান নীলরতন আঢ্য বলেন, “গোরাবাজার ইমাকুলেট স্কুলের সামনে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানান। পুলিশের সহায়তায় এ দিন ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

বোমায় জখম
বোমা বাধতে গিয়ে দুই শিশু-সহ ৫ জন জখম হয়েছে। বুধবার দুপুরে জলঙ্গির ফরাজিপাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোটের আগে সমাজবিরোধীরা প্রতি রাতেই মুড়ি মুড়কির মত বোমা ফাটাচ্ছে। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “জখমদের খোঁজা হচ্ছে। সম্ভবত গোপনে কোথাও তাদের চিকিৎসা চলছে।”

অস্বাভাবিক মৃত্যু
গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরের দেহ উদ্ধার করল পুলিশ। নাম দেবু দাস (১৫)। বাড়ি সালারের জলসুতি এলাকায়। অনুমান, সে আত্মঘাতী হয়েছে।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এন্তাজ সেখ (২৩) নামে এক সাইকেল আরোহীর। বাড়ি বীরভূমের রাজগ্রামে। মঙ্গলবার সুতির অজগরপাড়ার ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.