টুকরো খবর |
মহিলা তৃণমূল কর্মীকে কটূক্তি, ডেবরায় ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক মহিলা তৃণমূল কর্মীকে কটূক্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডেবরাতে। ধৃত দুই ব্যক্তির নাম অপূর্ব প্রধান ও পঞ্চানন দোলই। পুলিশ জানিয়েছে, তৃণমূল সমর্থক হিসাবে পরিচিত ওই দুই ব্যক্তি মঙ্গলবার ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতির অফিসে গিয়েছিলেন। অফিসে তখন শান্তি টুডু নামে এক মহিলা কর্মী ছিলেন। তাঁর সঙ্গে দলের কাজকর্ম নিয়ে তর্ক হয় ওই দুই ব্যক্তির। সেই সময়ই ওই মহিলাকে অশ্রাব্য ভাষায় গালি দেন বলে অভিযোগ। খোদ বিধায়কের অফিসে এমন ঘটনায় দলে বিতর্ক শুরু হয়। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন অধিকাংশ কর্মী-সমর্থক। তারপরই শান্তিদেবী থানায় অভিযোগ দায়ের করেন। ওই দিনই পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে ডেবরার বিধায়কের সংক্ষিপ্ত মন্তব্য, “এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।”
|
সদ্যোজাতকে নিয়েই পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
পরীক্ষাকেন্দ্রে মেয়ের সঙ্গে মামুন। ছবি: রামপ্রসাদ সাউ। |
প্রসব যন্ত্রণা নিয়ে মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যালে ভর্তি হয়েছিলেন তিনি। দুপুরে কন্যা সন্তানের জন্ম দেন। আর বুধবার সেই সদ্যোজাতকে নিয়েই পরীক্ষা দিলেন মামুন মাহাতো। সাঁকরাইল কলেজের বিএ (জেনারেল) তৃতীয় বর্ষের ছাত্রী মামুন। এখন স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা চলছে। মামুনের পরীক্ষা কেন্দ্র হয়েছে মেদিনীপুর কমার্স কলেজ। বুধবার ওই কলেজের একটি পৃথক ঘরে তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পরিদর্শকেরাও তাঁর প্রতি বাড়তি যত্ন নেন। পরীক্ষা চলাকালীন মেয়েকে পাশেই শুইয়ে রেখেছিলেন মামুন। পাশে ছিলেন তাঁর মা মিনু মাহাতো। মামুন বলেন, “ভাল ভাবে পরীক্ষা দিয়েছি। কোনও সমস্যা হয়নি।”
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃতের নাম কবিতা পতি (৩৭)। তিনি মেদিনীপুর পুলিশ লাইনে করনিক পদে চাকরি করতেন। ১লা বৈশাখ নিজের বাড়িতেই আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। কবিতাদেবী মেদিনীপুর শহরের মধুসূদন নগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। মঙ্গলবার মৃতার দাদা রঞ্জন মিশ্র কোতয়ালি থানায় অভিযোগ করেন যে, ভাড়া বাড়িতে থাকতে থাকতে বাড়ি মালিকের সঙ্গে কবিতাদেবীর মেয়ের ঘনিষ্ট তা বাড়ে। যা কবিতাদেবী পথছন্দ করতেন না। তা নিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি লেগেই থাকত। তারই জেরে মেয়ে ও সিদ্ধার্থ লোধ পরিকল্পনা করেই কবিতাদেবীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে বলে অভিযোগ। মঙ্গলবারই পুলিশ সিদ্ধার্থকে গ্রেফতার করেছে।
|
লোধাদের ধর্না উঠল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
শেষ হল লোধা-শবর কল্যাণ সমিতির ধর্ণা কর্মসূচি। লোধা সেল চালু-সহ নানা দাবিতে সোমবার থেকে মেদিনীপুরে এই ধর্না কর্মসূচি চলছিল গাঁধী মূর্তির পাদদেশে। বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্তের সঙ্গে দেখা করে সমিতির প্রতিনিধি দল। সমস্যা নিয়ে আলোচনা হয়। জেলাশাসক দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন। সমিতির জেলা সম্পাদক বলাইচন্দ্র নায়েক বলেন, “লোধা সেল চালু, লোধাদের বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করা-সহ বিভিন্ন দাবিতে আমরা ধর্নায় বসেছিলাম। জেলাশাসক দাবিগুলো খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী, প্রশাসন আশ্বাস মতো কাজ করবে।”
|
বধূর ঝুলন্ত দেহ গড়বেতায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল গড়বেতা থানা এলাকার চন্দ্রকোনা রোডে। মৃতের নাম সুমনা দে (২৮)। বুধবার গলায় ফাঁস লাগা অবস্থায় পুলিশ তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার করে। ২০০৫ সালে বাঁকুড়ার পাটপাড়ার বাসিন্দা সুমনার সঙ্গে চন্দ্রকোনা রোডের লক্ষণ দের বিয়ে হয়েছিল। কিন্তু সুমনাদেবীর পরিবারের অভিযোগ, পণের সব টাকা দিতে না পারার জন্য নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। তা সইতে না পেরেই মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছেন তিনি। সুমনাদেবীর বাবা দিলীপ নন্দী সুমনাদেবীর শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই সুমনাদেবীর শ্বশুর, শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সুমনাদেবীর স্বামী পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
দুর্ঘটনায় মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল বুধবার। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কাছে ধর্মা এলাকায়। মৃতের নাম শেখ জিয়াবুর ইসলাম (২৫)। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি কোতয়ালি থানা এলাকার বলরামদিঘী গ্রামে। এদিন দুপুরে বাড়ির কাজে মোটরবাইকে করে মেদিনীপুর শহরে আসছিলেন। সেই সময় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘাতক লরিটি আটক করেছে। চালককেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। |
|