গাছে ধাক্কা মারল ট্রাক, মৃত তিন |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছে ধাক্কা মারায় মৃত্যু হল চালক-সহ তিন জনের। গুরুতর জখম হয়েছেন আরও দুই আরোহী। বুধবার ভোরে, রাজারহাটের চৌরাস্তার কাছে। মৃতদের নাম নিজামুদ্দিন মোল্লা (২৮), হাফিজুল রহমান (২৩) এবং নূর আলি মোল্লা (২৮)। নিজামুদ্দিন ট্রাকটি চালাচ্ছিলেন। হাফিজুল খালাসি। পুলিশ জানায়, ইট বোঝাই ট্রাকটি রাজারহাটের খড়িবাড়ি থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। চৌরাস্তার কাছে সেটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ভোরে তখন রাস্তা ছিল ফাঁকা। স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার কাজে হাত লাগান। আসে রাজারহাট থানার টহলদারি পুলিশের ভ্যান। দুমড়ে যাওয়া ট্রাকটি থেকে চালক ও অন্যান্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় রেকজোয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় আর জি করে। সেখানে নিজামুদ্দিন, হাফিজুল ও নূরকে মৃত বলে ঘোষণা করা হয়। ট্রাকের অন্য দুই আরোহী আর জি করে ভর্তি। স্থানীয় বাসিন্দা রাজকুমার দলুই বলেন, “ভোরে কাজে বেরিয়েছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনে চৌমাথার পেট্রোল পাম্পের কাছে ছুটে যাই। দেখি, একটা ট্রাক দুমড়ে-মুচড়ে পড়ে। কেবিনের ভিতরে পাঁচ জন ছিলেন। তিন জন বেশি জখম ছিলেন। রক্তে ভেসে যাচ্ছিল কেবিনের ভিতরটা।” স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেবিনটি এমন ভাবে দুমড়ে গিয়েছিল যে আহতদের উদ্ধার করতে বেগ পেতে হয়।
|
বরো নির্বাচনেও হুইপ তৃণমূলের |
বরো নির্বাচনে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে দলীয় কাউন্সিলরদের হুইপ জারি করতে হল তৃণমূল নেতৃত্বকে। ওই বরোয় চেয়ারম্যান পদের প্রার্থী কে হবেন, তা নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মধ্যে ঠান্ডা লড়াই তুঙ্গে ওঠে। শেষে ববির অনুগামী রঞ্জিত শীলকে প্রার্থী করে দল। আজ, বৃহস্পতিবার পুরসভার ১৫ নম্বর বরো চেয়ারম্যান নির্বাচন।
ওই বরোর চেয়ারম্যান ছিলেন মহম্মদ ইকবাল ওরফে মুন্না। গার্ডেনরিচে পুলিশ অফিসারকে খুনের ঘটনায় তিনি এখন জেলে। তাঁর বদলে ১৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীল প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ তৃণমূলের একাধিক কাউন্সিলর। তাঁদের মধ্যে আছেন মইনুল হক চৌধুরীও। সেই ক্ষোভের আঁচ পেয়েই রঞ্জিতবাবুকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করেছে দল। গার্ডেনরিচ কলেজে গোলমালের সূত্রপাত যে বোমা বাঁধার ঘটনায়, তাতে মারা যান এই রঞ্জিতবাবুরই ছেলে। ওই বরোয় ৯টি ওয়ার্ড। তৃণমূল ৭ এবং সিপিএম ২।
|
বধূ অগ্নিদগ্ধ, স্বামী গ্রেফতার |
বেহালার ক্যানাল রোড এলাকায় এক গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম তাপস জানা। গুরুতর অগ্নিদগ্ধ ওই মহিলা হাসপাতালে। মহিলার শাশুড়িও অভিযুক্ত। আগুনে জখম হওয়ায় তাঁকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দগ্ধ বধূর অভিযোগ, চার বছর আগে তাপসবাবুর সঙ্গে বিয়ের পর থেকেই তাঁর উপরে অত্যাচার শুরু হয়। সোমবার রাতে স্বামী ও শাশুড়ি তাঁর
গায়ে স্টোভের কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে তিনি পুলিশকে জানান। |
শহরে পৃথক দুই দুর্ঘটনায় বুধবার দু’জনের মৃত্যু হল। পুলিশ জানায়, প্রথমটি ঘটে ভোর সাড়ে চারটে নাগাদ স্ট্র্যান্ড রোডে। কন্টেনার বোঝাই একটি ট্রাক ফুটপাথে উঠে যাওয়ায় সেখানে শুয়ে থাকা এক বৃদ্ধ মারা যান। তাঁর নাম মহেন্দ্র পণ্ডিত (৬৫)। সকাল সাড়ে ন’টা নাগাদ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় তরুণ চট্টোপাধ্যায় নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়।
|
বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর গাড়ি আটক করল পুলিশ। তাঁর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তদন্তকারী অফিসারেরা। পুলিশ জানায়, নববর্ষের রাতে তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে গাড়ি থেকে নেমে মারধরের অভিযোগ করেন যাদবপুরের বিদ্যাসাগর কলোনির বৃদ্ধ শান্তি কর্মকার। শান্তিবাবুর ছোট ছেলে সৌরভ থানায় অভিযোগ করেন। |