কলকাতার নাট্যচিত্রে এ বার এক উল্লেখযোগ্য সংযোজন। আর তা-ও একদা বাংলা নাটকের আঁতুড় উত্তর কলকাতায়।
সেই সংযোজনের নাম ‘আন্তর্জাতিকতা’। ইতালি, নেপাল, বাংলাদেশ-নির্ভর সেই আন্তর্জাতিকতা মিশছে ব্রাত্যজন আন্তর্জাতিক নাট্য আয়োজনে, আজ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। আজ নটী বিনোদিনীর সার্ধশতজন্মবর্ষে তাঁকে নিবেদিত উৎসবের সূচনা করবেন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত, স্টার থিয়েটারে। তার পরে এক সপ্তাহের উৎসবের মুখ্য আকর্ষণ ইতালির নেপলসের নির্দেশক ক্রিস্তিনা দোনাদিওর নির্দেশিত নাটক।
এ ছাড়া উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট কয়েকটি নাট্যদল উৎসবে অংশগ্রহণ করছে। থাকছে জেলার নাটকও। বুধবার অক্সফোর্ড বুকস্টোরে উৎসবের সাংবাদিক বৈঠকে উৎসবের আহ্বায়ক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “থিয়েটার শুধু মঞ্চে নাটক প্রযোজনাই নয়। থিয়েটার আসলে একটা সক্রিয়তা। আন্তর্জাতিকতা তার অন্যতম অঙ্গ।” বৈঠকে ছিলেন রতন থিয়াম, ক্রিস্তিনা দোনাদিয়ো, ইতালির কনসাল জেনারেল জোয়েল মেলচিয়োরি, নাট্যব্যক্তিত্ব রমণজিৎ কউর প্রমুখ। এ দেশে কেন যথার্থ আন্তর্জাতিক মানের নাট্যোৎসব হয় না সেই প্রশ্নও তোলেন রতন থিয়াম।
|
একটি বাংলা ছবির ডিভিডি প্রকাশ অনুষ্ঠানে ঋতুপর্ণ ঘোষ
এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধবার। ছবি: রণজিৎ নন্দী |