মামলা তুলে নিলেন ‘বিদ্রোহী’ কাউন্সিলরেরা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
অনাস্থা সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে কোর্টে হওয়া মামলা সাত সপ্তাহ পরে প্রত্যাহার করে নিলেন সিউড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলর দীপক দাস। সম্প্রতি তৃণমূল পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনিয়ম-সহ নানা অভিযোগ তুলে অনাস্থা এনেছিলেন দলেরই ছয় কাউন্সিলর। সেই অনাস্থা প্রস্তাবে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন পাঁচ কংগ্রেস কাউন্সিলরও। কিন্তু ভোটাভুটির দিন, ফল দাঁড়ায় ৯-৯। দু’ পক্ষই দাবি করে ফলাফল গিয়েছে তাঁদেরই দিকে। পদ ধরে রাখতে পেরেছি দাবি করে উজ্জ্বলবাবুরা কিছুদিন পরে বাজেট অধিবেশনও ডেকে ফেলেন। তৃণমূলেরই কাউন্সিলর দীপক দাসের নেতৃত্বে ‘বিদ্রোহী’ কাউন্সিলরেরা কিন্তু ওই অধিবেশনকে ‘অবৈধ’ দাবি করে বয়কট করেন। অনাস্থা ভোটের ফল নিয়ে দীপকবাবুরা রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলাও ঠুকে বসেন। যার জেরে দু’পক্ষকেই বারবার ছুটতে হচ্ছে কলকাতায়। তৃণমূলের দুই গোষ্ঠীর এই লড়াইয়ে নাকাল হয়েছেন পুরবাসী। পুরপ্রধানের দাবি, “পরাজয় নিশ্চিত জেনে বুধবার দীপক দাসের আইনজীবী মামলা প্রত্যাহার করে নেন।” যদিও দীপকবাবুর পাল্টা দাবি, “অনাস্থা প্রস্তাব বহাল রাখার জন্য আমরা মামলার গতিমুখ পাল্টাছি।”
|
সিদ্ধান্ত বদল সোমনাথবাবুর
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
টেস্টে ফেল করা পডুয়াদের পাশ করানোর সিদ্ধান্তের আর পুনরাবৃত্তি হবে না জানিয়ে, কলেজ পরিচালন সমিতির অনুরোধের পরে বুধবার পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। সোমনাথবাবু বলেন, “পরিচালন সমিতি অনুরোধ জানিয়ে ছিলেন। তাই এই দিন আমার সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয় লিখিত জানিয়েছি।” গত মার্চ মাসের শেষ সপ্তাহে টেস্টে ফেল করা পূর্ণীদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের ২৫ জন পডুয়াকে পাশ করানোর সিদ্ধান্তের বিরোধিতা করে পরিচালন সমিতির সভাপতি পদ থেকে সরে দাঁড়ান সোমনাথবাবু। এরপরে নড়ে চড়ে বসেন কলেজ কর্তৃপক্ষ। বিভিন্ন স্তর-সহ রাজ্যপাল পর্যন্ত জবাবদিহি করতে হয়। অধ্যক্ষ সুনীলবরণ মণ্ডল বলেন, “আমরা খুশি সোমনাথবাবু তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। সাম্প্রতিক টেস্টে ফেল করা পডুয়াদের পাশ করানোর সিদ্ধান্ত ভবিষ্যতে আর পুনরাবৃত্তি হবে না জানিয়ে আমরা চিঠিও দিয়েছি।”
|
তরুণীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
বাড়ি থেকে পালিয়ে খালে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী হল এক তরুণী। মঙ্গলবার রাতে রামপুরহাট হাসপাতালে মারা যান মুরারই থানার মহুরাপুর গ্রামের তরুণী অর্মিতা ঘোষ (১৮)। বিশ্বভারতীতে সে ভূগোল নিয়ে পড়াশোনা করত।
|
বিদ্যুৎ চুরির আভিযোগে সাইথিয়ার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের উত্তম সিংহের বাড়িতে হানা দিয়ে তাঁকে না পেয়ে তাঁর বাড়ির মহিলাদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। উত্তমবাবুর অভিযোগ, “দু’ মাস আগে দোকানে বিদ্যুৎ চুরি করা হয়েছে বলে অভিযোগ করে বিদ্যুৎ দফতর। এ ব্যাপারে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছি। ২৬ মার্চ আদালত থানার কাছে কেস ডায়েরি চেয়ে পাঠায়। অথচ পুলিশ বাড়িতে প্রায় দিনই তল্লাশি চালাচ্ছে, হুমকি দিচ্ছে। বাড়ির মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।” তাঁর দাবি, “তৃণমূল চেয়েছিল আমি তাদের দলে যোগ দিই। সেটা না করাতেই তৃণমূলের নির্দেশে আমাকে হেনস্থা করা হচ্ছে।” অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূলের শহর সভাপতি মানস সিংহের। |