ঢাকল মেঘ: তীব্র দাবদাহের পরে মঙ্গলবার কিছুক্ষণের
ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিলল বাঁকুড়ায়। ছবি: অভিজিৎ সিংহ। |
বাজ পড়ে মৃত্যু হল তিন কিশোর-সহ পাঁচ জনের। পুলিশ জানিয়েছে, মৃতেরা হল ঝালদার কুকি গ্রামের জিতেন মাহাতো (১৫), চককেরোয়া গ্রামের বাদল সিং মুড়া (১৫) ও নটবর মাহাতো (১৫)। মঙ্গলবার বিকেলে ঘটনাগুলি ঘটে ঝালদা থানা এলাকায়। মেঘ দেখে মাঠে গরু আনতে গিয়েছিল জিতেন। অন্য দু’জন স্নান সেরে পুকুর থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তাঁরা বজ্রাহত হয়। বাসিন্দারা উদ্ধার করে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে জানান। শুক্রবার সন্ধ্যায় বাজ পড়ে বাঘমুণ্ডি থানার কুশলডি গ্রামে মারা যান দেবনারায়ণ মাহাতো (৩২)। ওই দিনই বজ্রাহত হন ঝালদার দড়পা গ্রামের কেষ্ট মাহাতো (৫২)।
|
ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল নিতুড়িয়া ব্লকের গুনিয়াড়া পঞ্চায়েতের হাঁসাপাথর ফুটবল ময়দানে। আমাইডি (গোবিন্দপুর) জনকল্যাণ সমিতির উদ্যোগে দুই সপ্তাহ ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা-সহ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট হয়। সমিতির জানানো হয়, গুনিয়াড়া পঞ্চায়েত-সহ পাশের পঞ্চায়েত এলাকার ক্লাবগুলিকে নিয়ে প্রতিযোগিতাগুলি হয়। ২৯ মার্চ ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। ১৭টি ইভেন্টে যোগ দিয়েছিলেন ৪০১ জন প্রতিযোগী। ফুটবল টুর্নামেন্টে যোগ দেন ১৬টি দল। চ্যাম্পিয়ন হয়েছে হাঁসাপাথর যুব সঙ্ঘ। ২-১ গোলে তারা হারায় আমাইডি মিলন সঙ্ঘকে। ক্রিকেট চ্যাম্পিয়ন হয় গোবিন্দপুর মাস্টার একাদশ। রানার্স হয় ভুরকুণ্ডাবাড়ি যুব একাদশ। ক্রিকেট খেলায় যোগ দিয়েছিল ১৬টি দল।
|
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ইঁদপুর থানার আহন্দা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে সুমিত্রা বাউরি (৩০) নামে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার বাবা সুদন বাউরি ওই দিন দুপুরে থানায় তাঁর মেয়ের মৃত্যুর জন্য জামাই-সহ শ্বশুরবাড়ির তিন জনের নামে অভিযোগ করেন। রাতে পুলিশ মৃতার স্বামী মন্টু বাউরিকে ধরে। রবিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। বছর ১২ আগে ইঁদপুরের আহন্দা গ্রামের বাসিন্দা মন্টু বাউরির সঙ্গে বিয়ে হয়েছিল পুরুলিয়ার পুঞ্চা থানার আগয়া গ্রামের সুমিত্রার।
|
মঙ্গলবার বান্দোয়ান থানার জামিরা গ্রামে লরির ধাক্কায় মৃত্যু হল বিজয় সরেন (৬৫) নামে এক বাসিন্দার। প্রতিবাদে বাসিন্দারা কিছুক্ষণ অবরোধ করেন। |