পার্টি অফিস বাঁচাতে এ বার রাস্তায় নেমে আন্দোলন করবে সিপিএম। মঙ্গলবার হাবরা শহরে সিপিএমের মিছিলে এ কথাই বললেন জেলা সিপিএম সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ নন্দী। রাজ্য জুড়ে তৃণমূলের লাগামহীন সন্ত্রাস এবং হাবরা-সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় সিপিএমের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার হাবরা শহরে এবং অশোকনগরে বামেরা মিছিল বের করে। |
হাবরার জয়গাছি ও ২ নম্বর রেলগেট এলাকা থেকে দুটি মিছিল বের হয়। মিছিলগুলি হাবরা থানার সামনে এসে শেষ হয়। মিছিলে হাটেন প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী ও রঞ্জিত কুন্ডু, জেলা সিপিএম সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ নন্দী এবং হাবরার প্রাক্তন বিধায়ক প্রণব ভট্টাচার্য। প্রসঙ্গত, দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের হেনস্থার পর হাবরা শহরে সিপিএমের হাবরা জোনাল কমিটির অফিস ও সিটু অফিসে ভাঙচুর চালায় একদল ক্ষিপ্ত জনতা। সিপিএমের দাবি, তৃণমূলই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অমিতাভবাবু বলেন, “হাবরা থানার পাশে সিপিএমের জোনাল অফিস ভাঙচুর হল, অথচ এখনও কেউ গ্রেফতার হল না।” তাঁর অভিযোগ, দিল্লির ঘটনার পর জেলায় ১৬৫টি সিপিএমের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমরা শাসকদল, ওদের চেয়ে অনেক শক্তিশালী। আমরা কেন দুর্বলদের উপর আক্রমণ করতে যাব? ওদের পার্টি অফিসের দিকে তাকাতে আমাদের রুচিতে বাধে।” |