টুকরো খবর
সঞ্জয়ের আবেদন
আত্মসমর্পণ করার জন্য আরও ছ’মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সঞ্জয় দত্ত। মঙ্গলবারের বদলে সেই আর্জির শুনানি হবে বুধবার। ১১৯৩ এর মুম্বই বিস্ফোরণ মামলায় সাড়ে তিন বছর জেলে থাকার কথা সঞ্জয়ের। নিজের হাতে থাকা ছবির কাজ শেষ করতে আদালতের কাছে আরও সময় চেয়েছিলেন তিনি। মঙ্গলবার আর্জিটি ওঠে বিচারপতি পি সদাশিবম ও বিচারপতি এম ওয়াই ইকবালের বেঞ্চে। বেঞ্চ জানায়, শীর্ষ আদালতের যে বেঞ্চ সঞ্জয়ের কারাদণ্ড বহাল রেখেছিল সেখানেই এই আর্জির শুনানি হওয়া উচিত।

আত্মঘাতী স্বর্ণ ব্যবসায়ী
সোনার দাম হ্রাস পাওয়ার জেরে গুয়াহাটির এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করলেন। ব্যবসায়ীর নাম সন্দীপ মালো। শুক্রবার থেকে নাগাড়ে সোনার মূল্য কমছে। কামরূপের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। অনেকেই টাকা ধার নিয়ে, মোটা দামে সোনা কিনে মজুত করেছিলেন। বর্তমান দামে তা বিক্রি করলে ধার শোধ করা সম্ভব নয়। পুলিশের সন্দেহ, ফ্যান্সি বাজারের তিন নম্বর গেটের বাসিন্দা, স্বর্ণ ব্যবসায়ী সন্দীপবাবুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। মঙ্গলবার সকালে নিজের ঘর থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সুইসাইড নোটে লেখা ছিল, ব্যবসায় ভরডুবির জন্যই তিনি আত্মহনন করছেন।

শিশুর দেহ মিলল জঙ্গলে
অপহৃতা শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হল জঙ্গল থেকে। ঘটনাটি ঘটেছে শোণিতপুরের বেহালিতে। পুলিশ জানায়, অনামী ওরাং নামে ৭ বছরের একটি মেয়ে গত কাল দরং জেলার ওরাং থেকে নিখোঁজ হয়ে যায়। আজ বেহালির সেরেলিয়া অঞ্চলের একটি জঙ্গল থেকে মেয়েটির উলঙ্গ মৃতদেহ মিলেছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়। পুলিশের সন্দেহ, মেয়েটির উপরে যৌন নির্যাতন চালানোর পরে তাকে হত্যা করা হয়েছে। অপহরণকারী ও হত্যাকারীর সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ।

সিবিআইয়ের আর্জি
বাবরি মসজিদ ধ্বংস মামলায় ইলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানাতে দেরি হওয়াকে ক্ষমা করার আর্জি জানাল সিবিআই। রায়ে আডবাণী ও অন্য কয়েক জন অভিযুক্তকে ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল।

ভোটে অরবিন্দ
দিল্লির বিধানসভা ভোটে লড়বেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল। তবে কোন কেন্দ্রে  দাঁড়াবেন তা এখনও স্থির হয়নি।

জঙ্গি হামলা
মাওবাদী দলছুটদের একটি জঙ্গি সংগঠন, ‘আজাদি হিন্দ ফৌজ’ একটি পথ নির্মাণ সংস্থার শ্রমিকদের উপরে হামলা চালাল। মঙ্গলবার রাত বারোটা নাগাদ এই ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়ে আরও একজন পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শিউহরের তারিয়ানি-ছাপরার মাঝে, আওরা গ্রামে। দাবি মতো টাকা না দেওয়ায় এই হামলা।

দেওয়াল ভেঙে জখম ১২
ঝড়ে স্কুলের দেওয়াল ভেঙে জখম হল ১২ জন ছাত্র। গত কাল বিকেলে মণিপুরের থানলনে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.