হলদিয়া পেট্রোকেমিক্যালসের শেয়ার বিক্রির প্রক্রিয়া পিছিয়ে গেল। কারণ, নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ার মূল্যায়ন সংক্রান্ত রিপোর্ট জমা দেয়নি পরামর্শদাতা সংস্থা।
মঙ্গলবার মহাকরণে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ৩১ মার্চের মধ্যে মূল্যায়ন রিপোর্ট পাওয়ার কথা ছিল। কিন্তু পরামর্শদাতা সংস্থা ডেলয়েট তা জমা দেয়নি। সংশ্লিষ্ট সূত্রের খবর, রিপোর্ট তৈরির জন্য রাজ্য সরকারের কাছে যে-টাকা তারা চেয়েছিল, তা না-পাওয়ার কারণেই সমস্যা তৈরি হয়েছে। ওই টাকার পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি।
আগামী ৩০ জুনের মধ্যেই হলদিয়া পেট্রোকেমের মালিকানা ছেড়ে বেরিয়ে আসার পরিকল্পনা রাজ্যের। গত ফেব্রুয়ারিতে পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংস্থার চেয়ারম্যান তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছিলেন। বস্তুত, গত অক্টোবরেই পার্থবাবু বলেন, পেট্রোকেমে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের সমস্ত শেয়ার বিক্রি করে দেওয়া হবে। সরকারি বিজ্ঞপ্তি জারি করে সে কথা ঘোষণাও করা হয়। শেয়ারের পরিমাণের ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া ও তারপর সচিব পর্যায়ের কমিটিতে তা নিয়ে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করার কথা হয়।
শেয়ার বিক্রির প্রক্রিয়া দেখাশোনা করার জন্য অর্থ দফতর থেকে কেপিএমজি-র মতো প্রায় ১৬টি সংস্থার একটি প্যানেল তৈরি করে দেওয়া হয়। যাদের এ ধরনের নিলামের ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা আছে। এর মধ্যে থেকে শেষ পর্যন্ত ডেলয়েটকে বেছে নেওয়া হয়।
পাশাপাশি, এ দিন পার্থবাবু জানান, শিল্প সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে তিনি শীঘ্রই দিল্লি যাবেন। যেখানে বিশেষ আর্থিক অঞ্চল (এসইজেড) নেই সেখানে সফটওয়্যার টেকনোলজি পার্ক (এসটিপিআই) চালু, কেন্দ্রের পরিবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও লোহার রড সংক্রান্ত জাতীয় নীতি আনার ব্যাপারে তাঁরা কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে চান বলে জানান তিনি।
|
বি কে পটেল পূর্ব রেলের নতুন অতিরিক্ত জেনারেল ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন। |