টুকরো খবর
বৃষ্টিতে ফসলের ক্ষতি নানুরে
মাত্র ১০-১৫ মিনিটের শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হল নানুরের থুপসড়া পঞ্চায়েত এলাকায়। ওই পঞ্চায়েতের থুপসড়া, তাকোড়া, রামকৃষ্ণপুর, ছাতিনগ্রাম প্রভৃতি এলাকায় মঙ্গলবার শিলাবৃষ্টি হয়। জমিতে বরফের আস্তরণ পড়ে গিয়েছে। রামকৃষ্ণপুরের মীর মাখন আলি, তাকোড়ার ওসমান শেখ বলেন, “বোরো ধান, সব্জি-সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়ে গেল।” বিডিও সজল দাস বলেন, “শুধু থুপসড়া নয়, আরও চারটি পঞ্চায়েত এলাকায় শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে বলে খবর পেয়েছি। ব্লক কৃষি দফতরকে ক্ষতির পরিমাণ দেখতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” এই শিলা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা করছেন রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকার মানুষজন। মহকুমা কৃষি আধিকারিক দিবানাথ মজুমদার বলেন, “যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, তাতে বোরো চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে সেরকম কোনও খবর পাওয়া যায়নি।” সম্প্রতি একপশলা বৃষ্টির সঙ্গে আচমকা ঝড়ে লন্ডভন্ড হয়েছিল বোলপুরের রাইপুর-সুপুর পঞ্চায়েতের একাধিক গ্রাম। ২৫টি টিন ও খড়ের চালা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০-৭৫টি বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

নানুরে দুর্ঘটনাগ্রস্ত বাস।—নিজস্ব চিত্র।
মাড়গ্রাম থানার ধল্লাঘাট সেতুর উপরে ইট ভর্তি ট্রাক্টর উল্টে মৃত্যু হল দেবাশিস দাই (১৯) নামে বসোয়া গ্রামের ওই চালকের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে। অন্য দিকে, এ দিন সকালে নানুরের মতিপুর গ্রামের কাছে, সিউড়ি-কাটোয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে বাস উল্টে ২৭ জন যাত্রী জখম হন। তাঁদের মধ্যে ১১ জনের আঘাত গুরুতর। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ও বাসটি উল্টে গিয়েছে।

ফের রামপুরহাট কলেজে ঘেরাও
ফি মকুবের টাকা ফেরত চেয়ে ফের সরব হল রামপুরহাট কলেজের ছাত্র সংসদ। মঙ্গলবার সংসদের ক্ষমতাধীন ছাত্র পরিষদ ও টিএমসিপি জোটের সদস্য ও সমর্থকেরা কলেজের ইনচার্জ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দেব পানের অনুপস্থিতিতে তিনি দায়িত্বে আছেন) আশিস পালকে এক ঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও করে রাখে। পরে আশিসবাবুর আশ্বাসে আন্দোলনকারীরা বিরত হয়। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আলম শেখ বলেন, “গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে আমাদের দাবির কথা জানিয়েছিলাম। তিনি দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাসও দিয়েছিলেন।” এ দিন আলমের অভিযোগ, “পরবর্তী সময়ে দেখা যাচ্ছে, পড়ুয়াদের কাছে ফি মকুবের ব্যাপারে যথার্থ কাগজ থাকা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ বেশ কিছু পড়ুয়াকে ফি মকুবের কোনও রেকর্ড নেই বলে ফিরিয়ে দিচ্ছে।” অন্য দিকে, আশিসবাবু বলেন, “কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবর্তমানে আমার এ বিষয়ে কিছুই বলার নেই। আন্দোলনকারীদের দাবির কথা কর্তৃপক্ষকে জানানো হবে।”

জল সমস্যা দুবরাজপুরে
গরম পড়ার সঙ্গে জলস্তর নামতে শুরু করেছে। ফলে শুকিয়ে যাচ্ছে পুকুর, জলাশয়। সেই সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক গভীর নলকূপ খারাপ হয়ে যাওয়ায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে দুবরাজপুরের গোহালিয়াড়া পঞ্চায়েতের দেদোহা, গদাধরপুর, গৌরগঞ্জ, কৃষ্ণপুর-সহ বেশ কয়েকটি গ্রামে। বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতে খবর দেওয়া হলে নির্দিষ্ট সময়ে বিকল নলকূপ সারিয়ে দেওয়া হচ্ছে না। তাই সমস্যা বাড়ছে। বাসিন্দাদের সমস্যার কথা মেনে নিয়ে স্থানীয় প্রধান দিলীপ মাল বলেন, “দিন কয়েক নলকূপের যন্ত্রাংশের জোগান না পাওয়ায় অসুবিধা হচ্ছিল। তা ছাড়া এলাকার একাধিক নলকূপ বিকল হয়ে থাকায় এক সঙ্গে সব সারানো সম্ভব হচ্ছিল না। তবে কিছু যন্ত্রাংশ পাওয়া গিয়েছে। দুবরাজপুর ব্লকেও বিষয়টি জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যা মিটবে।”

নতুন স্কুল
৭৫ জন ছাত্রী নিয়ে নানুরের চারকলগ্রামে চালু হল নতুন জুনিয়র বালিকা বিদ্যালয়। মঙ্গলবার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে স্কুলটির উদ্বোধন করেন জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সন্তোষ বন্দ্যোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.