টুকরো খবর
জলের সঙ্কট জামুড়িয়ায়
গরম পড়তেই জল সঙ্কট দেখা দিয়েছে জামুড়িয়ার বেশ কয়েকটা এলাকায়। রাজারামডাঙা, তেলিপাড়া এবং ইকড়া বাউড়িপাড়ার প্রায় অর্ধেক অংশেই নিয়মিত জল মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা জানান, তিন বছর আগে রাজারামডাঙায় পুরসভা দু’টি জলের কল বসিয়ে ছিল। কিন্তু সেই কলগুলি থেকে এক দিনও জল পাওয়া যায়নি। এ ছাড়াও তেলিপাড়ার চারটি কলে এবং বাউড়িপাড়ার ছ’টি কলেও দীর্ঘদিন জল পাওয়া যাচ্ছে না বলে তাঁদের অভিযোগ। ফলে এলাকার পুকুর থেকে এবং প্রায় আড়াই কিলোমিটার দূর থেকে পরিশ্রুত পানীয় জল নিয়ে আসতে হয় তাঁদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, জলের সঙ্কটের কথা বহুবার পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি। পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, আসানসোলের কালাঝড়িয়া জলপ্রকল্প থেকে এই এলাকায় জল সরবরাহ হয়। কিছু সমস্যা দেখা দিয়েছে। তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

বর্ষবরণে নাটক
বক্তারনগর পল্লি উন্নয়ন সমিতির আয়োজনে ‘দুই কন্যা’ নাটক মঞ্চস্থ করেন গ্রামের মহিলা শিল্পীরা। পরিবেশিত হয় নৃত্য ও সঙ্গীত। আবৃত্তি প্রতিযোগিতার তিনটি বিভাগে প্রায় একশো প্রতিযোগী যোগ দেন।

প্রতিবন্ধীদের সাহায্য
বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার দুর্গাপুরের বেনাচিতির অগ্রনী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে এলাকার তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হল। পংক্তিভোজনেরও আয়োজন করা হয়েছিল বলে জানান কর্মকর্তারা।

কোথায় কী


দুর্গাপুর

দশম বর্ষপূর্তি অনুষ্ঠান। কলেজ প্রাঙ্গণ।
সকাল ১১টা। উদ্যোগ: মোহনানন্দ কলেজ, নডিহা।

বর্ষপূতি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। ওয়েলফেয়ার সেন্টার হল।
সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: ডিটিপিএস পতঞ্জলি যোগা কমিটি।

বিশ্ব হেমোফিলিয়া দিবস পালন। সংস্থার কার্যালয়।
সকাল সাড়ে দশটা। উদ্যোগ: হেমোফিলিয়া সোসাইটি।

বাসন্তী পুজো উপলক্ষে যোগাসনের অনুষ্ঠান। পুজো প্রাঙ্গণ।
সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: অঙ্গদপুর নবকিশোর সঙ্ঘ।

আসানসোল

চক্ষুপরীক্ষা শিবির। সকাল ১০টা। ধ্রুবডাঙা জল ট্যাঙ্কের পাশে। মহারানির থান পুজো কমিটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.