চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে কোচবিহার কোতোয়ালি থানার নাককাটি বাজার এলাকায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে সোমবার ভোরে রাস্তার পাশে পড়ে থাকা ওই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে পুলিশ ভর্তি করায়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতের নাম রাহুল ইসলাম (২০)। তাঁর বাড়ি সুটকাবাড়ি এলাকায়। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “রাতে গণপিটুনির জেরে ঘটনাটি হয়েছে বলে মনে হচ্ছে। মামলা রুজু করে তদন্ত হচ্ছে।’’ ওই যুবক ও তার সঙ্গী নাককাটি বাজার এলাকার এক দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করছিলেন অভিযোগ। লাগোয়া এলাকার এক বাসিন্দা তা দেখে অন্যদের এলাকার লোকজনদের খবর দেন। ঘটনাচক্রে এক জন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় রাহুল। তার পরেই যুবককে ধরে মারধর করে উত্তেজিত জনতা। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত যুবককে উদ্ধার করে। হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি বর্মন বলেন, “সঙ্গী সহ ওই যুবক চুরির চেষ্টা করে ধরা পড়ে জনতার রোষের মুখে পড়ে। মৃতের পরিবারের লোক জানিয়েছেন, রাহুল চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন না।
|
রবিবার ইসলামপুর জেলের মধ্যেই এক বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম মজিবুর রহমান (৬০)। তার বাড়ি চোপড়ার চাকলাগছ এলাকাতে। তিনি গত ২৪ মার্চ থেকে ইসলামপুর জেলে বন্দি ছিলেন। জমি সংক্রান্ত বিবাদে তিনি গ্রেফতার হন। তার পর থেকে তিনি জেলে ছিলেন। ওই দিন সকালে জেলেই তিনি বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করায়। সন্ধ্যায় মৃত্যু হয়। ইসলামপুর হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার সুকুমার রায় বলেন, “ওই রোগী হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”মৃত ব্যক্তি সিপিএম সমর্থক বলে পরিচিত ছিলেন। ঘঠনার পর জেলে বিক্ষোভ দেখান সিপিএমের কর্মী ও সমর্থকেরা। তাঁরা বাইরে থেকে জেলের জানালার পর্দা ছেড়ার চেষ্টা করা ছাড়াও গ্রিলেও ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ যায়। মৃতের বাড়ির লোকজন এবং সিপিএম সমর্থকদের অভিযোগ, মিথ্যা মামলায় মৃতকে ফাঁসানো হয়েছিল। মৃত্যুর খবর অনেক রাতে দেওয়া হয়। প্রতিবাদে সোমবার এলাকায় মিছিলও করে সিপিএম। দলের ইসলামপুরের জোনাল সম্পাদক স্বপন গুহনিয়োগী বলেন, “মজিবুর হাসপাতালে যখন অসুস্থ অবস্থায় ভর্তি হলেন তখন তাঁর পরিবারের লোককে খবর দেওয়া হয়নি। মারা যাওয়ার পরে খবর দেওয়া হয়। এ সব থেকে নানা সন্দেহ দানা বেঁধেছে।”
|
একটি ইঞ্জিনের উপর ভরসা করেই ৪ বছর ধরে চলছে দুটি এক্সপ্রেস ট্রেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে উত্তর ও দক্ষিণ, দুই প্রান্তে দুটি ট্রেন একটি ইঞ্জিনের উপর নির্ভর করে চালু থাকায় বিপত্তি বাড়ছে। ট্রেন দু’টি হল কলকাতায় রাতে যাতায়াতে গৌড়লিঙ্ক এক্সপ্রেস, অন্যটি দিনে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের এনজেপি-ইন্টারসিটি এক্সপ্রেস। বাসিন্দারা জানান, একটি দেরিতে পৌঁছলে অন্যটিও দেরিতে চলছে। এতে নিত্য হয়রানি পোহাতে হচ্ছে। গত রবিবার বিকালে ৪টা ১৫ মিনিটে বালুরঘাট স্টেশনে ইন্টারসিটি ঢোকার পর ইঞ্জিন খুলে গৌড়লিঙ্ক এক্সপ্রেস জুড়তে গিয়ে যান্ত্রিক ত্রুটিতে লাইনচ্যুত হয় একমাত্র ইঞ্জিনটি।
|
রায়গঞ্জ পুরসভা নিয়ন্ত্রিত বিধান মঞ্চের আধুনিক পরিষেবার উদ্বোধন হল সোমবার। এদিন দুপুরে ওই পরিষেবার উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান বিধায়ক মোহিত সেনগুপ্ত। বিধায়ক তহবিলের ১৭ লক্ষ টাকা, রায়গঞ্জের সাংসদ দীপা দাসমুন্সির সাংসদ তহবিলের ১৮ লক্ষ টাকা ও কেন্দ্রীয় সরকারের বরাদ্দ মিলিয়ে ১ কোটি ৯০ লক্ষ টাকা খরচে বিধানমঞ্চটিকে শীতাতপ নিয়ন্ত্রিত করা-সহ মঞ্চ, সাউন্ড সিস্টেম, আসন ও আলোর আধুনিকীকরণ করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে ওই মঞ্চে পুরসভার উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিধায়ক বলেন, “সংস্কৃতির প্রসারের জন্যই বিধানমঞ্চ আধুনিক করা হল।” |