পথ দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক দিনমজুর কিশোরের মৃত্যুর ঘটনাকে ঘিরে পুরাতন মালদহে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত বাসিন্দাদের একাংশ ট্রাক, বাস ও মালদহ জেলা আদালতের এক বিচারকের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। রবিবার মালদহ থানার নলডুবি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ বিচারককে উদ্ধার করে দ্রুত ট্রাক চালককে গ্রেফতার ও ট্রাফিক পুলিশের ব্যবস্থার আশ্বাস দিলে আড়াই ঘন্টা পরে অবরোধ উঠে যায়।
পুলিশ জানায়, মৃত কিশোরের নাম ইমরান শেখ (১৫)। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ট্রাকের চালক পলাতক। ট্রাক আটক করা হয়েছে। চালককে ধরার জন্য তল্লাশি চলছে। নলডুবি এলাকায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার থেকে সেখানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়েছে।” ভাঙচুরের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের মাধাইপুর গ্রামের মোড়গ্রামের বাসিন্দা ইমরান শেখ দিন মজুরির কাজ করতে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মালদহ শহরের দিকে যাওয়ার সময় নলডুবির কাছে শিলিগুড়ি থেকে কলকাতামুখী একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ওই কিশোরকে ধাক্কা মারে। ইমরান ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। |
ঘটনার পরে আশেপাশের লোক ছুটে আসে। অবস্থা বেগতিক বুঝে ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। এর পরে উত্তেজিত জনতা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে। অবরোধকারীদের একদল ট্রাকে ভাঙচুর চালায়। ওই সময় একটি বেসরকারি বাস ও মালদহ আদালতের একজন বিচারকের গাড়ি বেরোনোর চেষ্টা করলে বিক্ষোভকারীরা খেপে যায়। বেসরকারি বাসে ভাঙচুর চালায়। রেহাই পায়নি বিচারকের গাড়ি। পরে মালদহ থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিচারককে বের করে নিয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, নলডুবি রেল গেটের কাছে জাতীয় সড়ক দিয়ে দুরপাল্লার বাস, ট্রাক বেপরোয়াভাবে চলাচল করে। প্রায়দিন দুর্ঘটনা ঘটছে। অথচ সেখানে ট্রাফিক পুলিশ নেই। কয়েকবার বলার পরেও ব্যবস্থা নেওয়া হয়নি। |