বস্টন ম্যারাথনের ‘ফিনিশ লাইনে’ দু’টি বোমা বিস্ফোরণে নিহত হলেন অন্তত ২ জন। আহত হয়েছেন ২৮ জন। ১৮৯৭ সালে শুরু হওয়া এই ম্যারাথন বিশ্বের রাস্তায় দৌড়ের প্রতিযোগিতাগুলির অন্যতম। নানা দেশ ও আমেরিকার নানা প্রান্ত থেকে প্রতিযোগীরা এই ম্যারাথনে যোগ দেন। এ দিন প্রতিযোগীরা ‘ফিনিশ লাইনে’ পৌঁছনো শুরু করার সময়েই পর পর দু’টি বিস্ফোরণ হয়। |
প্রথমে অনেকেই বাজি মনে করেছিলেন। কিন্তু ট্র্যাকে রক্তাক্ত প্রতিযোগীদের দেখে সম্বিত ফেরে সকলের। চিৎকার করে ঘটনাস্থল কোপলে স্কোয়্যার থেকে পালাতে শুরু করেন প্রতিযোগী ও দর্শকরা। পরিশ্রান্ত প্রতিযোগীদের জন্য ম্যারাথন চিকিৎসা শিবিরের ব্যবস্থা থাকেই। সেখানেই নিয়ে যাওয়া হয় আহতদের। প্রতিযোগীরা ছাড়া বস্টন পুলিশের এক অফিসারও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জনতাকে সরিয়ে দিয়েছে পুলিশ। ডাকা হয়েছে ম্যাসাচুসেটস ন্যাশনাল গার্ডকেও। বস্টন ম্যারাথনের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, “ ফিনিশ লাইনে দু’টি বোমা ফেটেছে।”
মার্কিন ফেডারেল সরকারের এক অফিসার জানিয়েছেন, ঘটনাস্থলে আরও দু’টি বিস্ফোরক পাওয়া গিয়েছে। সেগুলি নিষ্ক্রিয় করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে এফবিআই। ওই এলাকায় সাবওয়ে পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। ঘটনার কথা প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানিয়েছে প্রশাসন। গোটা বস্টনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিরাপত্তা বাড়ানো হয়েছে ওয়াশিংটন, নিউ ইয়র্ক-সহ আমেরিকার অন্য শহরগুলিতেও। ওয়াশিংটনে হোয়াইট হাউসের আশপাশের এলাকায় যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। |