পরের মরসুমে বদলে যেতে পারে আই লিগের কাঠামো। কর্পোরেট সংস্থার চারটি ক্লাবকে ধরে মোট ষোলো দলের লিগ করার কথা ভাবছে ফেডারেশন। দলগুলিকে ভাগ করা হবে দুটি ভাগে। আটটি করে দল নিজেদের মধ্যে হোম-অ্যাওয়ে খেলবে। তারপর প্রথম ও দ্বিতীয় গ্রুপের প্রথম চার দলকে নিয়ে হবে ফাইনাল রাউন্ডের খেলা। গ্রুপের শেষ চারটি দল নিয়ে হবে অবনমনের ম্যাচগুলি। মূলত আই লিগের খরচ কমাতেই এই কাঠামো বদল। এখনও পর্যন্ত ঠিক আছে বর্তমান আই লিগ থেকে চারটি দল বাদ যাবে। এয়ার ইন্ডিয়া, ওএনজিসি বাদ যাচ্ছে এএফসির নিয়ম না মানায়। সঙ্গে নেমে যাওয়া দুটি দল। সেই জায়গায় কর্পোরেট কোম্পানির চারটি দল ও দ্বিতীয় ডিভিসন থেকে উঠে আসা দুটি দল নিয়ে হবে ১৬ দলের লিগ। তবে সবকিছুই নির্ভর করছে কর্পোরেট দলগুলি কতটা সাড়া দেয় তার উপর। জানা গিয়েছে, ফেডারেশন কর্তারা ঠিক করেছেন কলকাতার ইস্টবেঙ্গল, মোহনবাগান, প্রয়াগ, পৈলান অ্যারোজের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চল ও দিল্লির একটি কর্পোরেট ক্লাবকে খেলানো হবে একটি গ্রুপে। অন্য গ্রুপে থাকবে ডেম্পো, চার্চিল, সালগাওকর, পুণে এফ সি-র মতো দলগুলি। দিল্লি এবং দুবাইয়ের সেমিনারে ফেডারেশন কর্তাদের আশা ভাল কর্পোরেট দল পাওয়া যাবে। কোন কর্পোরেট সংস্থার টিম সুযোগ পাবে তা ঠিক হয়ে যাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই। কাল বুধবার থেকে টেন্ডার জমা দেওয়ার ফর্ম বিলি শুরু হবে। তিন সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ক্লাবগুলির জন্য দুটো প্রধান শর্তই হল, আগামী পাঁচ বছর ফেডারেশনকে তিন কোটি টাকা করে দিতে হবে। নতুন স্টেডিয়াম গড়ার নিশ্চিত রাখতে একশো কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে ওই ক্লাবকে।
|
আর মাত্র এক সপ্তাহ বাকি চ্যাম্পিয়ন্স লিগে স্পেন বনাম জার্মানি মহারণের। তার আগেই নিজেদের ঘরোয়া লিগে দুরন্ত জয় পেল এই মরসুমের চার সেমিফাইনালিস্ট। রবিবার রাতে লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের সাহায্যে অ্যাটলেটিকো বিলবাওকে নিজেদের ঘরের মাঠে ৩-০ হারাল রিয়াল মাদ্রিদ। আগের মরসুমের মতো এই মরসুমেও সব প্রতিযোগিতায় রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ৫০। অন্য দিকে লা লিগা খেতাবের আরও কাছে পৌঁছল বার্সেলোনা। রিয়াল জারাগোজার বিরুদ্ধে ৩-০ জিতল মেসি-বিহীন বার্সা। জোড়া গোল করে ম্যাচের নায়ক ক্রিশ্চিয়ান টেলো। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। যারা কার্যত দুর্বল দল নামিয়েও শনিবার রাতে বুন্দেশলিগায় ন্যুরেমবার্গকে ৪-০ হারাল। চ্যাম্পিয়ন্স লিগে হোসে মোরিনহোর রিয়ালকে টক্কর দেবে যারা সেই বরুসিয়া ডর্টমুন্ড ৬-১ হারাল গ্রয়থার ফার্থকে।
|
দ্বিতীয় ডিভিসন আই লিগের চূড়ান্ত পর্বের ম্যাচে বাংলা বনাম মেঘালয়ের লড়াইয়ে সোমবার জয় পেল না মহমেডান এবং ভবানীপুর। সঞ্জয় সেনের মহমেডান লাংসনিং এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করলেও রাংদাজায়েদ ইউনাইটেডের কাছে ০-১ হারল কলকাতার অন্য দল ভবানীপুর।
|
ইন্টার কলেজ প্রিমিয়ার লিগের আয়োজনে সংবর্ধনা দেওয়া হচ্ছে বাংলা অধিনায়ক তথা কেকেআর ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লকে। একশো রঞ্জি ট্রফি ম্যাচ খেলার জন্য। আগামী ২৫ এপ্রিল, এই সংবর্ধনা অনুষ্ঠান। হাজির থাকবেন মনোজ তিওয়ারি ও সামি আহমেদও।
|
প্রতি বছরের মতো এ বারও আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ঐক্য সম্মিলনীর ফুটবল ট্রায়াল। গ্রিয়ার মাঠে যা চলবে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত, দুপুর তিনটে থেকে। টিডি রঘু নন্দীর তত্ত্বাবধানে। অন্তত একশো জন উঠতি ফুটবলারের ট্রায়াল নেওয়া হবে। |