মাটি ফেলে খাল ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ডায়মন্ড হারবারের বুনোরহাট গ্রামে ওই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হুগলি নদীর সঙ্গে সংযোগকারী সেচ দফতরের ওই খালটি ১১৭ নম্বর জাতীয় সড়কর বরাবর চলে গিয়েছে ফলতার দিকে। অভিযোগ, বুনোরহাট গ্রামের বাসিন্দা ইসরাফিল মণ্ডল তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়া ওই খালের চওড়ার প্রায় আড়াইশো ফুট এবং লম্বায় ৩০ ফুট অংশে মাটি ফেলে ভরাট করছে। |
মাটি ফেলে এই খাল ভরাটেরই অভিযোগ উঠেছে।—নিজস্ব চিত্র। |
কয়েকদিন ভরাটের কাজ চলার পরে স্থানীয় মানুষের নজরে আসে এই ঘটনা। খবর যায় পুলিশে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই খাল দিয়ে ফলতা, রামনগর, উস্থি, মগরাহাট-সহ বিস্তীর্ণ এলাকায় চাষের জল সরবরাহ হয়। তা ছাড়া, বর্ষায় নিকাশি নালার কাজও করে এই খাল। কিন্তু এ ভাবে মাটি ফেলে ভরাট করা হলে হাজার হাজার বিঘা চাষের জমিতে জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা হবে।
স্থানীয় বাসিন্দা হোসেন মণ্ডল, নুসসালাম বেগ, আকবর খাঁ জানান, এমনিতেই এই জাতীয় সড়কের দু’পাশ দখল করে খালের উপরে কংক্রিটের খুঁটি পুঁতে দোকান তৈরি হয়েছে। ফলে জনল নিকাশির সমস্যা তো রয়েইছে। তার উপর এ ভাবে মাটি ফেলে খালের একাংশ ভরাট করে দিলে চাষিরা চরম সমস্যায় পড়বেন। তাঁদের দাবি, অবিলম্বে খাল থেকে ওই মাটি তোলার ব্যবস্থা করতে হবে। যদিও খাল ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন ইসরাফিলের ছেলে তৌসিফ। তাঁর দাবি, খালে তাঁরা মাটি রেখেছেন। ভরাট করছেন না। ওই মাটি পরে সরিয়ে নেওয়া হবে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ইসরাফিলকে। আটক করা হয়েছে মাটি ফেলার চারটি যন্ত্রকেও। |