প্লাস্টিক বর্জনের আবেদন
নদী বাঁচাতে পুর-উদ্যোগ নতুন বছরে
রলা নদীকে দূষণের হাত থেকে রক্ষা এবং শহরে প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করা, বাংলা নতুন বছরে এই দুই লক্ষ্যকেই বাস্তবায়ণকেই অগ্রাধিকার দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। সোমবার সকালে পুরসভার উদ্যোগে নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরসভার উদ্যোগে এই ধরণের অনুষ্ঠান এবারই প্রথম। শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা নতুন বছরের প্রথম দিনে পুরসভার লক্ষ্য বলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকেই পুরসভার চেয়ারম্যান মোহন বসু ঘোষণা করেছেন। একই মঞ্চ থেকে প্লাস্টিক বর্জনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করার কথা জানিয়েছে ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত।
২০১১ সালের নভেম্বর মাসে শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদী জুড়ে বিষক্রিয়ায় রাশিরাশি মাছের মৃত্যু হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নদী জুড়ে সমীক্ষা চালিয়ে জানিয়ে দেয়, নদীতে বিষ প্রয়োগ করা হয়েছে। একই রিপোর্টে তাঁরা জানায় নদীতে দূষণের মাত্রা সর্বোচ্চস্তর ছাড়িয়ে যাওয়ায় নদীতে মাছের মৃত্যু অত্যন্ত স্বাভাবিক ঘটনা। প্রশাসনিক স্তরে নদীকে দূষণ মুক্ত করার উদ্যোগ শুরু হয়। নদীতে যে কোনও রকম আবর্জনা ফেলা নিষিদ্ধ ঘোষণা করে পুরসভা। যদিও অভিযোগ শহরের বেশ কিছু বাজার এলাকা থেকে নিয়মিত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। বড় বড় থার্মোকলের বাক্স নদীর প্রবাহ আটকে থাকার দৃশ্যও দিনবাজার, মাসকলাই বাড়ি এলাকার নিয়মিত ঘটনা। এদিন বর্ষবরণ অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, “করলা নদীকে দূষণমুক্ত করার জন্য পুরসভা বিধিনিষেধ তৈরি করেছে। তবু বেশ কিছু এলাকায় নদী দূষণের ঘটনা ঘটেই চলেছে। এটা বন্ধ করা প্রয়োজন। সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ পুরসভা নিয়েছিল। এবার কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। বছরভর করলা নদীতে পরিষ্কার অভিযান চলবে। নদীতে বর্জ্য যাঁরা ফেলবেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক পদক্ষেপ করা হবে।”
এদিনের প্রয়াস হলে পুরসভার বর্ষবরণের অনুষ্ঠান মঞ্চ থেকে ভাইস চেয়ারম্যানের আক্রমণের লক্ষ্য প্লাস্টিকের ক্যারিব্যাগ। বছর দুয়েক আগে পুরসভা শহরে প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করলেও এখনও শহরে প্লাস্টিকের ব্যবহার চলছে বলে পরিবেশপ্রেমীদের অভিযোগ। প্লাস্টিক রুখতে বিভিন্ন বাজার এলাকায় প্লাস্টিক ব্যবহারকারী ক্রেতা বিক্রেতাদের স্পট ফাইন চালু করে পুরসভা প্লাস্টিক মজুতদারদের গুদামেও অভিয়ান চালায়। পুরসভার দাবি, অভিযান বন্ধ হওয়ার কয়েক দিনের মধ্যে ফের ব্যবহার শুরু হয়ে যায় নিষিদ্ধ প্লাস্টিকের।
বিষয়টিকে চোর পুলিশ খেলা আখ্যা দিয়ে এদিন মঞ্চ থেকে ভাইস চেয়ারম্যান পিনাকীবাবু বলেন, “পুরসভা অভিযান চালাচ্ছে না বলে প্লাস্টিক ব্যবহার করব, এই মানসিকতাকে সমর্থন করা যায় না। শুনতে খারাপ লাগলেও এটা ঠিক এক শ্রেণির ব্যবসায়ী এবং বাসিন্দাদের কারণেই প্লাস্টিক ঘুরেফিরে আসছে। তবে এবার থেকে প্রতিদিন নজরদারি চালানো হবে। পুরসভায় নতুন সেল তৈরি হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে যাতে প্লাস্টিক বিরোধী অভিযানের প্রয়োজন না হয়, তার জন্য বছরভর শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।” পুরসভার এই দুই লক্ষ্যে খুশি পরিবেশ প্রেমী সংগঠনগুলি। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের যুগ্ম সম্পাদক রাজা রাউত বলেন, “পুরসভার দুই লক্ষ্য বাস্তবায়িত হলে আগামী বছর শহরের পরিবেশে ভাল প্রভাব পড়বে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.